শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

ওয়েষ্টিন ঢাকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

ঢাকার নতুনতর পাঁচ তারকা হোটেলগুলোর মধ্যে দ্য ওয়েষ্টিন হোটেল অন্যতম। প্রতিষ্ঠার পর থেকে স্বল্পতর সময়ের মধ্যেই হোটেলটি গ্রাহক ও অতিথি শ্রেণীর নিকট অর্জন করেছে নিবিড় আস্থা। আবার হোটেল কর্তৃপক্ষও আস্থা ধরে রাখার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠাকাল

ইউনিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দ্য ওয়েস্টিন হোটেলটি ২০০৫ সালে যাত্রা শুরু।

ঠিকানা ও যোগাযোগের নাম্বার

গুলশান দুই নম্বর গোল চক্কর থেকে ২০০ গজ সামনে গুলশান ১নং গোল চক্করের রাস্তার ডান পার্শ্বে দ্য ওয়েষ্টিন হোটেল অবস্থিত। প্লট নং-০১, রোড নং-৪৫, গুলশান-২, ঢাকা-১২১২, ফোন ৮৮০-২-৯৮৯১৯৮৮

হোটেলের রুম সুবিধা

হোটেলটির রুমগুলোর সাধারণ সুবিধার মধ্যে রয়েছে দ্রুতগতির ইন্টারনেট, ক্যাবল  চ্যানেল, ফ্ল্যাট স্ক্রীন, এলসিডি টেলিভিশন, ডুয়েল লাইন টেলিফোন এবং আলাদা বাথ ও শাওয়ার সমৃদ্ধ বাথরুম।

কিং স্যুইট

বিভিন্ন রেটের কিং স্যুইট রয়েছে। কিং স্যুইটগুলোর সাধারণ সুবিদার মধ্যে রয়েছে বিনামূল্যে ইন্টারনেট, বোতলজাত মিনারেল ওয়াটার, বিনামূল্যে হেলথ ক্লাব সুবিধা, বিনামূল্যে সংবাদপত্র সরবরাহ, কফি বা চা প্রস্তুতকারক যন্ত্র, হেয়ার ড্রায়ার প্রভৃতি। স্যুইটের আয়তন ও সুবিধার তারতম্যের উপর ভিত্তি করে ভাড়াও বিভিন্নরকম হয়, যেমন, কোনটির ভাড়া ২১৯ ডলার, কোনটির ভাড়া ২২৯ ডলার এবং কোনটির বা ৩০০ ডলার। আলাদা ভ্যাট এবং সার্ভিস চার্জ প্রযোজ্য। কিং স্যুইটের বাইরে রয়েছে এক্সিকিউটিভ স্যুইট, চেয়ারম্যান স্যুইট এবং প্রেসিডেন্সীয়াল স্যুইট। এক্সিকিউটিভ স্যুইটে রয়েছে; চমৎকার বাথরুম সহ মাষ্টার বেডরুম এবং আলাদা থাকার জায়গা। চেয়ারম্যান স্যুইটে রয়েছে আলাদা থাকা, খাওয়া, বেডরুম এবং ব্যক্তিগত বাথরুমের সুবিধা। সমকালীন শিল্পকর্ম এবং রুম সজ্জা সমৃদ্ধ প্রেসিডেন্সীয়াল স্যুইটে রয়েছে আলাদা বসার জায়গা, খাবার কক্ষ, এবং ১০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন কনফারেন্সের জায়গা। এছাড়াও রয়েছে ব্যক্তিগত লাইব্রেরি ও ছোট্র রান্নাঘর।

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­কক্ষ সংখ্যা ও শীতাতপ ব্যবস্থা

হোটেলটিতে মোট ২৪১টি কক্ষ রয়েছে। হোটেলটি কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রীত।

অন্যান্য সুবিধা-সমূহ

০১ কপিয়ার ১৫ প্রিন্টিং
০২ ফ্যাক্স সার্ভিস ১৬ জ্যাকুজি
০৩ ব্যায়ামগার ১৭ স্যোনা ও ষ্টীম রুম
০৪ সুইমিং পুল ১৮ স্পা
০৫ লাগেজ স্টোরেজ ১৯ বিউটি সেলুন
০৬ স্মোক ডিটেকটর ২০ এটিএম বুথ
০৭ কম্পিউটার রেন্টাল ২১ লিমুজিন সার্ভিস
০৮ চিকিৎসা সেবা ২২ বহুভাষী স্টাফ
০৯ কারেন্সী এক্সচেঞ্জ ২৩ ট্যুর সার্ভিস
১০ রেন্ট-এ-কার ২৪ এয়ার লাইন সংরক্ষণ
১১ ২৪ ঘন্টা  সতর্ক প্রহরা ২৫ রেষ্টুরেন্ট
১২ বেবী সিটিং সার্ভিস ২৬ লন্ড্রি সার্ভিস
১৩ সান্ড্রি শপ ২৭ চিলড্রেন্স পুল
১৪ বাণিজ্যিক কেন্দ্র ২৮ লাউঞ্জ ক্যাফে

রুম বুকিং

অনলাইনে, ট্রাভেল এজেন্টের মাধ্যমে বা সরাসরি যোগাযোগ করে রুম বুকিং করা যায়।

চেক ইন/আউট সময়

এই হোটেলে চেক ইন টাইম বিকেল ৩টা এবং চেক আউট টাইম সকাল ১১টা।

বুফে লাঞ্চ ও ডিনার

এই হোটেলে বুফে লাঞ্চ রেট ২,৫০০.০০ টাকা এবং ডিনার রেট ৩,২০০.০০ টাকা

ভিড়

সাধারণত: শীতকালে ভিড় বেশি হয়।

হেলথ ক্লাব

বোর্ডার এবং নন-বোর্ডার ইভয়েই এই হেলথ ক্লাবের সদস্য হতে পারেন।

হেলথ ক্লাবের ফি

০১. ১ বছরের জন্য

৭৫,০০০.০০ টাকা।

০২. ৬ মাসের জন্য

৫০,০০০.০০ টাকা।

০৩. ৩ মাসের জন্য

৪০,০০০.০০ টাকা।

০৪. ১ মাসের জন্য

১,৮০০.০০ টাকা।

০৫. ১ দিনের জন্য

১,৬০০.০০ টাকা।

সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত যে কোন সময়, এই ছাড়া ৫ থেকে ১২ বছরের শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়।

খরচ পড়বে প্রায় ১৫,০০০.০০ টাকা, ১ ঘন্টা করে ১৬ টি ক্লাস নেওয়া হয়। যোগাযোগ-ফোন : ৯৮৯১৯৮৮

বিদ্যু ব্যবস্থা

সরকারী বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাপনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com