1. [email protected] : চলো যাই : cholojaai.net
ওয়াশিংটনে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

ওয়াশিংটনে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে বাংলাদেশি মালিকাধীন বিশ্ববিদ্যালয় ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র (ডব্লিউইউএসটি) সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।শনিবার ভার্জিনিয়ার ফলস চার্চে জর্জ সি মার্শাল হাই স্কুলের অডিটরিয়ামে এ আয়োজন করেন তারা।এতে প্রধান অতিথি ও মূল বক্তা ছিলেন সাবেক ইউএস রিপ্রেজেন্টেটিভ জিম মোরান। অতিথি বক্তা ছিলেন ভার্জিনিয়ার স্টেট সিনেটর চ্যাপ পিটারসেন।

সমাবর্তন উপলক্ষে শুভেচ্ছাপত্র পাঠান সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবুবকর হানিপ, সিনেটর চাক শ্যুমার, কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসম্যান গ্যারি কনোলি, স্টেট সিনেটর শেখ রহমান ও চ্যাপ পিটারসন।

গাউন ও হ্যাট পরে শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন প্যারেডে অংশ নেন। স্কুলের পরিচালক অধ্যাপক পল এপোস্টোলস আগাসপোলস শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। স্কুল অব বিজনেসের গ্র্যাজুয়েটদের সনদ দেন এর পরিচালক অধ্যাপক মার্ক রবিনসন।

সমাবর্তনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই ভাইস প্রেসিডেন্ট জাফর পিরিম ও শ্যান চো এবং অ্যাসোসিয়েট ডাইরেক্টর হুয়ান লি। মাস্টার অব দ্য সিরিমনি হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা র‌্যাচেল রোজ।

সমাবর্তনে আরও উপস্থিত ছিলেন টেম্পল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, ফয়সাল কাদির, মোলি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সৈয়দ জাকি হোসেন, ডব্লিউইউএসটির উপদেষ্টা মো. মিজানুর রহমান, মো. সিদ্দীক শেখ এবং ডব্লিউইউএসটির চিফ ফিন্যান্সিয়াল অফিসার ফারহানা হানিপ।

ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি) ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। এতে বিশ্বের ১২১ দেশের সহস্রাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com