গতানুগতিক ধারার বাইরে যখন ভিন্নতা সৃষ্টি করা হয় তখন সহজেই তা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। মানব মন বরাবরই নতুনত্ব দেখতে পছন্দ করে। তাই বর্তমানে নির্মাণশৈলীতেও এই প্রক্রিয়া চালানো হয়ে থাকে, যা সহজেই নজর কাড়তে পারে। দ্যা ওয়ে ঢাকা, এই হোটেলটির গঠন ও অবকাঠামোতে ভিন্নতা যেমন আধুনিকতার ছোঁয়া বহন করে, তেমনি ব্যবস্থাপনা ও বেশ উন্নত।
হোটেলের অবস্থান গুলশান-২ এ। এখান থেকে স্বল্প দূরত্বেই বিভিন্ন দূতাবাসের কার্যালয়, বিমানবন্দর অবস্থিত। ফলে সহজ যাতায়াত ব্যবস্থা আছে, আছে অনেক সুযোগ-সুবিধাও। ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস, পরিবহনের ব্যবস্থা, ইন্টারনেট সুবিধাসহ আছে আরও অনেক পরিসেবা। তাহলে দেখে আসি কি কি পরিসেবা আছে এই হোটেলের ব্যবস্থাপনায়-
হোটেলের পরিসেবাগুলো এক নজরে :
- ফ্রি ওয়াইফাই
- ফ্রি পার্কিং
- সুইমিংপুল
- স্পা ও ওয়েলনেস প্যাকেজ
- ফিটনেস সেন্টার
- সান টেরেস
- বাগান
- বা্র
- স্ন্যাকস বার
- বারবিকিউ
- স্পেশাল ডায়েট মেন্যু
- কিড মিলস
- প্যাকড লাঞ্চ
- রুম ব্রেকফাস্ট
- ওয়াইন/ শ্যাম্পেইন
- চকলেট/কুকিজ, ফল
- অন সাইট কফি হাউস
- রেস্টুরেন্ট
- প্রতিদিন হাউসকিপিং
- লন্ড্রি, ইস্ত্রি, ড্রাই ক্লিনিং
- ফ্যাক্স, ফটোকপি
- বিজনেস সেন্টার
- মিটিং, ব্যাঙ্গকুইট হল
- ভি আই পি রুমের ব্যবস্থা
- এলার্জি ফ্রি রুম
- সাউন্ডপ্রুফ রুম
- ব্রাইডাল স্যুইট
- নন-স্মোকিং রুম
- হিটিং
- ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস
- ট্যুর ডেস্ক
- টিকেট সার্ভিস
- সিসি টিভির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা
- স্মোক এলার্ম
- সিকিউরিটি এলার্ম
- অগ্নি নির্বাপক যন্ত্র
- এক্সপ্রেস চেক ইন/চেক আউট
- প্রাইভেট চেক ইন/ চেক আউট
- কারেন্সি এক্সচেঞ্জ
- সেফটি ডিপোসিট বক্স
- ধূমপানের জন্য ডিজাইনড এরিয়া
- লিফট
- গাড়ি ভাড়া নেয়ার ব্যবস্থা
- শীতাতপ নিয়ন্ত্রিত
- লকার
- লাগেজ স্টোরেজ
- পত্রিকা
- বিলিয়ার্ড
- শিশুদের জন্য টেলিভিশন নেটওয়ার্ক
ধরন : পাঁচ তারকা হোটেল
অবস্থান : ১০/বি/২, রোড ৫৪/বি, গুলশান ২, ঢাকা-১২১২
স্বাস্থ্যবিধী :
- ফার্স্ট এইড কিট, থার্মোমিটার
- ফেইস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার
- হেলথ কেয়ার প্রফেশনাল
- প্রিন্টেড মেন্যু, পেন পেপার রিমুভড এর স্টেশনারি দেয়া আছে
- হোটেলের স্টাফরা সকল সুরক্ষা প্রোটকল মেনে চলে।
কিছু নির্দেশনা :
- পোষা প্রানী গ্রহণযোগ্য নয়।
- চেক ইনের নূন্যতম বয়স সীমা নেই।
- ৬ বছর থেকে ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হিসেবে গন্য করা হবে।
রেস্টুরেন্ট ও কুইজিন :
- টপ অফ দা ওয়ে
কুইজিন : আমেরিকান, এশিয়ান
পরিবেশন পদ্ধতি : বুফে, আ লা কার্তে (খাদ্য তালিকা অনুসারে)
হোটেলের রুমের ধরন :
- ডিলাক্স ডাবল কুইন
- ডিলাক্স ডাবল কিং
- ডিলাক্স টুইন রুম
- এক্সিকিউটিভ ডাবল কিং
- এক্সিকিউটিভ টুইন রুম
- প্রিমিয়ার স্যুইট
কিভাবে যাবেন :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ দশমিক ৮ কিলোমিটার দূরে হোটেলের অবস্থান। হোটেলের ৬০০ মিটারের মধ্যে তুর্কি দূতাবাস অবস্থিত। কাছাকাছি আছে স্পেন, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের দুতাবাসও। তাই হোটেল থেকে যাতায়াত ব্যবস্থায় আছে অনেক সুযোগ-সুবিধা।
হোটেলের আছে পরিবহন ব্যবস্থা ও গাড়ি ভাড়া নেয়ার ব্যবস্থা। তাই হোটেল কতৃপক্ষের সাথে যোগাযোগ করে এই সুবিধাটি নেয়া যেতে পারে। পার্কিং-এর ব্যবস্থাও আছে, তাই নিজস্ব পরিবহন ব্যবহার করা থাকতে পারে আপনার পছন্দের তালিকায়। আছে রাইড শেয়ারিং-এর ব্যবস্থা, চাইলে এই সুবিধাও নেয়া যেতে পারে।
যোগাযোগ :
মোবাইল : +৮৮০২-৯৮৫২৩৭১
ই-মেইল : reservations@thewaydhaka.com
ওয়েবসাইট : http://www.thewaydhaka.com/
খন্দকার সাদিয়া ইসলাম