শক্তিশালী পাসপোর্ট হিসেবে অস্ট্রেলিয়া তার সুনাম ধরে রেখেছে। ২০২০ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকায় অস্ট্রেলিয়া ১২৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে আরো কয়েকটি দেশের সাথে দ্বিতীয় অবস্থানে রয়েছে, ১২৯ পয়েন্ট নিয়ে তালিকার প্রথম দেশ নিউজিল্যান্ড। গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স পাওয়ার র্যাঙ্ক অনুযায়ী ১২৮ নিয়ে অস্ট্রেলিয়া যৌথভাবে জার্মানী, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, সুইৎজারল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, এবং সাউথ কোরিয়ার পাসপোর্টের সাথে দ্বিতীয় অবস্থানে আছে।
১২৯ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার প্রতিবেশী নিউজিল্যান্ডের পাসপোর্ট এককভাবে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬৭ পয়েন্ট নিয়ে ৪৩তম অবস্থানে আছে মালদ্বীপ, ৫২ পয়েন্ট নিয়ে ৫৮তম অবস্থানে আছে ভারত, ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার ৬৭তম অবস্থানে আছে বাংলাদেশ, ৩৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানের পাসপোর্টের অবস্থান ৭০তম।
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র ৯২ পয়েন্ট নিয়ে মালয়েশিয়ার পাসপোর্টের সাথে যৌথভাবে ২১তম অবস্থানে আছে। তবে বিস্ময়করভাবে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার ৪৭তম অবস্থানে আছে বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ চায়নার পাসপোর্ট।
অস্ট্রেলিয়ানরা পৃথিবীর ৮৫ টি দেশে ফ্রী ভিসায় প্রবেশের সুযোগ পায়, অন-এরাইভেল ভিসা পায় ৪৩ টি দেশে, সব মিলিয়ে ১২৮ টি দেশে প্রবেশের ক্ষেত্রে ভিসা বিষয়ক জটিলতা থেকে তারা মুক্ত।