এয়ার হোস্টেস প্রশিক্ষণ

এয়ার হোস্টেসের যোগ্যতা

ক) প্রশিক্ষণার্থীর বয়স ১৫ বছর থেকে ৩৫ বছর।

খ) শিক্ষাগত যোগ্যতা এস. এস. সি (ন্যূনতম)।

গ) শারীরিক যোগ্যতা

ছেলেদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

মেয়েদের জন্য উচ্চতা ৫ ফুট।

ঘ) ভাষাজ্ঞানের যোগ্যতা-

ইংরেজী শোনার এবং শুনে তা বুঝতে পারার খুব ভালো দক্ষতা থাকতে হবে।

কোর্স

বছরের যেকোন সময় এই কোর্স করার জন্য ভর্তি হওয়া যাবে। তবে ভর্তি হওয়ার পর প্রতিষ্ঠানের নির্ধারিত প্রতি ব্যাচে ৩০ জন হলেই ক্লাস শুরু হয়।

কোর্সের মেয়াদ কাল ২ মাস।

এককালীন কোর্স ফি ১৫,০০০ টাকা।

এই কোর্স ফি তিনটি কিস্তিতে পরিশোধ করা যায়। সেক্ষেত্রে কোর্স ফি পড়বে ১৫,৫০০ টাকা।

ক্লাস

সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। অনেকগুলো ব্যাচে শিক্ষার্থীদের ক্লাস করানো হয়। শিক্ষার্থী তার চাহিদা মাফিক সিডিউল অনুযায়ী ক্লাস করতে পারে।

ব্যাপ্তিকাল ১ ঘন্টা ৩০ মিনিট।

এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের চাকরি পাওয়ার ব্যাপারে যাবতীয় সাহায্য করা হয়। যেমন বিজ্ঞাপণ সংগ্রহ করা, কিভাবে আবেদন ফরম পূরন করতে হবে ইত্যাদি।

ব্যাচ

প্রতি ব্যাচে ৩০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেয়।

বিবিধ তথ্য

বর্তমান সময়ের খুবই স্মার্ট একটি পেশা এয়ার হোস্টেস/ কেবিন ক্রু। বর্তমানে এই পেশায় যোগ্যতা সম্পন্ন কেবিন ক্রু/ এয়ার হোস্টেসদের ব্যাপক চাহিদা রয়েছে। এই পেশায় ভবিষ্যৎ খুবই ভালো।

ডমেস্টিক এয়ার লাইনসে এয়ার হোস্টেস/কেবিন পদে আয় মাসে ৩৩,০০০ থেকে ৬৫,০০০ টাকা।

ইন্টারন্যাশনাল এয়ার লাইনসে এয়ার হোস্টেস/কেবিন ক্রু পদে আয় মাসে ৬০,০০০ থেকে ৬৫,০০০ টাকা।

ঠিকানা ও অবস্থান

বসুন্ধরা সিটি

লেভেল# ৫, ব্লক# এ,

অফিস ১১-১২, পান্থপথ,ঢাকা।

ফোন- ৮১৪৪৪৬০ ও ৮১৪২২৮০।

মোবাইল- ০১৭২৬-৬৯২০০১।

গ্রীন রোড অফিস

কনসেপ্ট টাওয়ার, (৬ষ্ঠ তলা), পান্থপথ সিগনাল, গ্রীন রোড, ঢাকা।

মোবাইল- ০১৭২৬-৬৯২০০২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: