1. [email protected] : চলো যাই : cholojaai.net
এসএসসি’র পর ডিপ্লোমা প্রকৌশল নিয়ে পড়াশোনা
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
Uncategorized

এসএসসি’র পর ডিপ্লোমা প্রকৌশল নিয়ে পড়াশোনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

চার বছর মেয়াদি ডিপ্লোমা প্রকৌশলে ভর্তি হতে হয় এসএসসি’র পর। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বিভিন্ন জেলা শহরে অবস্থিত সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও রয়েছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান।

ভর্তির যোগ্যতা

আবেদন করতে হলে সরকারি প্রতিষ্ঠানের জন্য সাধারণ গণিত অথবা উচ্চতর গণিতে কমপক্ষে জিপিএ-৩-সহ প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস হতে হবে ন্যূনতম জিপিএ-৩.৫ পেয়ে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি তথ্য অনুযায়ী এই কারিগরি প্রতিষ্ঠানগুলোয় আবেদন করতে পারবে চলতি বছর ছাড়াও পূর্ববর্তী দুই বছরে এসএসসি বা সমমান পাস করা শিক্ষার্থীরা।

যে সব বিষয় নিয়ে পড়তে পারবে

আর্কিটেকচার, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল, সিভিল (উড), কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, ফুড, পাওয়ার, মেকানিক্যাল, প্রিন্টিং, গ্রাফিক ডিজাইন, গ্লাস, সিরামিক, ইলেকট্রো মেডিক্যাল, মেরিন, শিপ বিল্ডিং, সার্ভেয়িং, মেকাটনিকস, কনস্ট্রাকশন, টেলিকমিউনিকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, ডেটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং প্রভৃতি বিষয় পড়ানো হয় পলিটেকনিকাল ইনস্টিটিউটগুলোয়।

ভর্তির তথ্য

এসএসসির পর ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে থাকে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাইলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। ভর্তিসংক্রান্ত সব তথ্যের জন্য যোগাযোগ করা যাবে কারিগরি    শিক্ষা অধিদপ্তরের (www.techedu.gov.bd) ওয়েবসাইটে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে কারিগরি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে (www.bteb.gov.bd)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com