এলেঙ্গা রিসোর্ট

এলেঙ্গা রিসোর্ট ব্যক্তি মালিকানায় ২০০৮ সালে যাত্রা শুরু করে। টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গা এলাকায় এই রিসোর্ট প্রতিষ্ঠিত। এই রিসোর্টের পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী।

প্রধান কার্যালয়ের ঠিকানা

বাড়ী # ৪, রোড # ১২, ব্লক # জে,  বারিধারা, ঢাকা-১২১২।

ফোন- ০২- ৯৮৮৪৩২২, ৯৮৮৪৩১১

ফ্যাক্স- ৮৮-০২-৯৮৮১২৯০

ই-মেইল- info@elengaresort.com

ওয়েব: www.elengaresort.com

রিসোর্ট অফিস

এলেঙ্গা রিসোর্ট লিমিটেড, কালিহাটি, টাঙ্গাইল।

অভ্যন্তরীণ সুবিধা ও খরচ

  • এখানে মোট ৪০ টি রুম আছে।
  • ৩২ টি রুমে এসি এবং ৮ টি রুম নন এসি।
  • রিসোর্টের ভিতরে দুইটি সুইমিংপুল, ১ টি জিম হেলথ ক্লাব, ১ টি ম্যাসেজ পার্লার, ১ টি রেস্টুরেন্ট, ১ টি বেকারী, ১ টি বার ও ২ টি ডিসকো ব্যবস্থা আছে।
  • আউটডোরে ফুটবল, ক্রিকেট, ক্যারাম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, মিউজিক্যাল চেয়ার, হাড়িভাঙ্গা খেলার সুবিধা রয়েছে।

রুমগুলোর সুবিধা এবং খরচ

  • যেকোন সময়ে রুম বুকিং করা যায়। এর জন্য ভাড়ার ৪০% টাকা অগ্রীম জমা দিতে হয়। বুকিং এর ক্ষেত্রে দেশী ও বিদেশী উভয়ের বেলায় একই নিয়ম অনুসরণ করা হয়। বুকিং এর সময় বিদেশীদের জন্য পাসপোর্টের ফটোকপি জমা দিতে হয়।
  • রুমগুলো এসি, টিভি, ইন্টারকম টেলিকম সুবিধা, ফ্রিজ, লার্জ বাথ এন্ড ট্যব, হট ও কুল পানি, প্রত্যেক বাথরুমে ফুট কটেজ দেওয়া হয়।

রুম

ভাড়ার পরিমান

এসি সহ ৪ বেডের কটেজ

১২,০০০ টাকা।

এসি সহ ৩ বেডের কটেজ

১১,০০০ টাকা।

এসি সহ ২ বেডের কটেজ

৯,০০০ টাকা।

এসি সহ ডিলাক্স রুম ( দুই জন)

৩,৬০০ টাকা।

এসি সহ ডিলাক্স রুম ( তিন জন)

৪,২০০ টাকা।

এসি সহ  ডিলাক্স রুম ( একজন)

৩,০০০ টাকা।

বুকিং পদ্ধতি

  • রুম বুকিং এবং অগ্রীম রিজার্ভেশনে স্বদেশী ও বিদেশীদের ক্ষেত্রে একই নিয়ম।
  • হেড অফিস থেকে রিসোর্টের রুম বুকিং দিতে হয়।
  • শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বেশী ভিড় থাকে।
  • এসময় বুকিং ও অগ্রীম রিজার্ভেশন দিতে হয় ১৫ দিন আগে।

কর্পোরেট ব্যবস্থা খরচ

  • পিকনিক, ডিজে পার্টি, গেট টুগেদার, অফিসিয়াল অনুষ্ঠান করার ব্যবস্থা রয়েছে।
  • সর্বনিম্ন ৫০ জন থেকে সর্বোচ্চ ১৫০ জনের যেকোন ধরণের অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা রয়েছে।
  • আয়োজকরা ইচ্ছে করলে নিজেরা বা রিসোর্ট কর্তৃপক্ষকে বললে তারাও ডিজে পার্টির সকল আয়োজন করে থাকে।
  • এখানে লোকসঙ্গীক, ফোক ও জারি গান শোনার ব্যবস্থাও করা হয়ে থাকে।
  • আলাদা রান্না করার ব্যবস্থা রয়েছে।

হলরুম

  • এখানে ১ টি হলরুম রয়েছে। এই হলরুমে ১২০ জন ধরে। একদিনের ভাড়া হচ্ছে ৩০,০০০ টাকা।
  • এখানে ১ টি কনফারেন্স রুম রয়েছে। এই কনফারেন্স রুমের ধারণ ক্ষমতা ৫০ জন। একদিনের ভাড়া ২০,০০০ টাকা।
  • বুকিং এর জন্য ৮০% অগ্রীম প্রদান করতে হয়। শুধুমাত্র শীতকালে খালি থাকা সাপেক্ষে বুকিং নেওয়া হয়।
  • এখানে মিটিং রুম রয়েছে  ভাড়া ৬,৫০০ টাকা।

বিল পরিশোধ

  • ক্যাশ, ক্রেডিট কার্ড, এবং চেকের মাধ্যমে সকল বিল পরিশোধ করা যায়।
  • ক্যাশের ক্ষেত্রে ডলার, ইউরো, পাউন্ড, রিয়াল ও টাকা এবং কার্ডের ক্ষেত্রে ভিসা কার্ড, মাষ্টার কার্ড এবং দেশের সকল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রহণ করা হয়।

বিবিধ

  • এই রিসোর্টের নিজস্ব ১০ টি গাড়ি রয়েছে।
  • এয়ারপোর্ট থেকে নিজস্ব গাড়িতে অতিথি আনা ও নেওয়ার ব্যবস্থা রয়েছে।
  • বিদ্যুৎ ব্যবস্থা: সরকারী ও নিজস্ব জেনারেটর ব্যবস্থা আছে।
  • ফ্লোর ভিত্তিক ফায়ার এক্সিটের ব্যবস্থা রয়েছে।
  • অগ্নি নির্বাপনের যথেষ্ট সরঞ্জাম রয়েছে।
  • সাইট সিইং এর ব্যবস্থা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: