শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

এয়ার এরাবিয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যে কয়েকটি এয়ারলাইন্সের বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্য ছেড়ে যায় এয়ার এরাবিয়া তার মধ্যে একটি। ২০০৩  সালে এই এয়ারলাইন্সটি প্রতিষ্ঠা লাভ করে। এয়ার এরাবিয়া বিভিন্ন দেশের ৮২ টি  রুটে চলাচল করে।

প্রধান কার্যালয় ও যোগাযোগ

শারজাহ্ আন্তর্জাতিক বিমান বন্দর

সংযুক্ত আরব আমিরাত, শারজাহ

ওয়েব: www.airarabia.com

বাংলাদেশ কল সেন্টার

চট্টগ্রাম- +৩১-২৫১৩৪৬৭/৫

ঢাকা:  +৮৮-০২-৯১৪০৮৬৮/৪৫০৫২

ঢাকা: +৮৮-০১৭৩০০৩৭৭৫০

যে সব মহাদেশে   ফ্লাইট পরিচালনা করে থাকে

  • এশিয়া
  • আফ্রিকা
  • ইউরোপ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যে কয়েকটি এয়ারলাইন্সের বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্য ছেড়ে যায় এয়ার এরাবিয়া তার মধ্যে একটি। ২০০৩  সালে এই এয়ারলাইন্সটি প্রতিষ্ঠা লাভ করে। এয়ার এরাবিয়া বিভিন্ন দেশের ৮২ টি  রুটে চলাচল করে।

 

 

 

 

 

 

 

প্রধান কার্যালয় ও যোগাযোগ

শারজাহ্ আন্তর্জাতিক বিমান বন্দর

সংযুক্ত আরব আমিরাত, শারজাহ

ওয়েব: www.airarabia.com

বাংলাদেশ কল সেন্টার

চট্টগ্রাম- +৩১-২৫১৩৪৬৭/৫

ঢাকা:  +৮৮-০২-৯১৪০৮৬৮/৪৫০৫২

ঢাকা: +৮৮-০১৭৩০০৩৭৭৫০

যে সব মহাদেশে   ফ্লাইট পরিচালনা করে থাকে

  • এশিয়া
  • আফ্রিকা
  • ইউরোপ

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যে সব দেশে ফ্লাইট বুকিং দেওয়া যায়  

দেশ বিমানবন্দর/স্থান
বাংলাদেশ ঢাকা
মিশর কায়রো
জর্ডান জর্ডান
কাতার দোহা
সৌদি আরব জেদ্দা
নেপাল কাঠমন্ডু
সংযুক্ত আরব আমিরাত রাস আল খাইমা
থাইল্যান্ড ব্যাংকক
মালয়েশিয়া কুয়ালালামপুর
ওমান ওমান
ফিলিপাইন ফিরিপাইন এয়ারলাইন্স
জার্মানী বার্লিন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিমান বন্দর
মরক্কো মরক্কো

উপরের রুট গুলো ছাড়াও বিভিন্ন দেশের রুটে চলাচল করে।

বুকিং  পদ্ধতি  

এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের  টিকিট দুইভাবে সংগ্রহ করা যায়। সরাসরি ও অনলাইনের মাধ্যমে।

অনলাইন টিকিট সংগ্রহের পদ্ধতি

অনলাইনে টিকিট সংগ্রহের ক্ষেত্রে গ্রাহককে ওয়েব সাইডে গিয়ে রেজি: করতে হয়। রেজি: করার পর নির্দিষ্ট ফরম সঠিক করে পূরণ করতে হয়। ফরম পূরনের পর নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। টাকা কিভাবে দিতে হবে ওয়েব সাইডে তার নির্দেশনা দেওয়া রয়েছে।

 সুবিধা সমূহ 

  • ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে ৫% ছাড় পাওয়া যায়।
  • অন্তত ৫-৭ দিন পূর্বে ফ্লাইট বুকিং দিতে হয়।
  • ফ্লাইট বুকিংয়ের উর্দ্ধ মূল্যের জন্য ফ্লাইটের সময় পরিবর্তন করা যায়।
  • ফ্লাইট বিলম্ব বা বাতিল হলে যাত্রী এয়ারলাইন্স যাত্রীদের পূর্বেই জানিয়ে দেয়।
  • যাত্রীর সঙ্গে শিশু থাকলে নিয়মভেদে বিশেষ ছাড় পাওয়া যায়।

খোলা-বন্ধের সময়সূচী

বার সময় সূচী
শনিবার থেকে বৃহ:বার সকাল ৮:০০ টা থেকে রাত ৮:০০ টা

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যে সব দেশে ফ্লাইট বুকিং দেওয়া যায়  

দেশ বিমানবন্দর/স্থান
বাংলাদেশ ঢাকা
মিশর কায়রো
জর্ডান জর্ডান
কাতার দোহা
সৌদি আরব জেদ্দা
নেপাল কাঠমন্ডু
সংযুক্ত আরব আমিরাত রাস আল খাইমা
থাইল্যান্ড ব্যাংকক
মালয়েশিয়া কুয়ালালামপুর
ওমান ওমান
ফিলিপাইন ফিরিপাইন এয়ারলাইন্স
জার্মানী বার্লিন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিমান বন্দর
মরক্কো মরক্কো

উপরের রুট গুলো ছাড়াও বিভিন্ন দেশের রুটে চলাচল করে।

বুকিং  পদ্ধতি  

এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের  টিকিট দুইভাবে সংগ্রহ করা যায়। সরাসরি ও অনলাইনের মাধ্যমে।

অনলাইন টিকিট সংগ্রহের পদ্ধতি

অনলাইনে টিকিট সংগ্রহের ক্ষেত্রে গ্রাহককে ওয়েব সাইডে গিয়ে রেজি: করতে হয়। রেজি: করার পর নির্দিষ্ট ফরম সঠিক করে পূরণ করতে হয়। ফরম পূরনের পর নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। টাকা কিভাবে দিতে হবে ওয়েব সাইডে তার নির্দেশনা দেওয়া রয়েছে।

 সুবিধা সমূহ 

  • ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে ৫% ছাড় পাওয়া যায়।
  • অন্তত ৫-৭ দিন পূর্বে ফ্লাইট বুকিং দিতে হয়।
  • ফ্লাইট বুকিংয়ের উর্দ্ধ মূল্যের জন্য ফ্লাইটের সময় পরিবর্তন করা যায়।
  • ফ্লাইট বিলম্ব বা বাতিল হলে যাত্রী এয়ারলাইন্স যাত্রীদের পূর্বেই জানিয়ে দেয়।
  • যাত্রীর সঙ্গে শিশু থাকলে নিয়মভেদে বিশেষ ছাড় পাওয়া যায়।

খোলা-বন্ধের সময়সূচী

বার সময় সূচী
শনিবার থেকে বৃহ:বার সকাল ৮:০০ টা থেকে রাত ৮:০০ টা

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com