বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
Uncategorized

এয়ারলাইন্সের সারচার্জ কমানোর আবেদন

  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আরোপিত মাসিক সারচার্জ ৬ শতাংশের বদলে ১ শতাংশ নির্ধারণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)।

সংগঠনের সেক্রেটারি জেনারেল মফিজুর রহমান গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীকে লেখা এক চিঠিতে বলেন, বেবিচক তার বিভিন্ন বকেয়া পাওনার ওপর মাসিক ৬ শতাংশ অর্থাৎ বাৎসরিক ৭২ শতাংশ হারে সারচার্জ আরোপ করে মোট পাওনা আদায় করে।

চিঠিতে একটি অনলাইন গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়, বর্তমানে চালু ও বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর কাছে বেবিচকের পাওনা পাঁচ হাজার কোটি টাকার বেশি।

এই মাত্রাতিরিক্ত সারচার্জ আরোপের কারণে অনেকে তাদের পাওনা পরিশোধ করতে পারছেন না এবং বিরাট দেনার চাপে দেউলিয়া হওয়ার অবস্থায় উপনীত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com