শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ অপরাহ্ন

এমিরেটস বহরে যুক্ত হলো নতুন প্রজন্মের এয়ারবাস এ৩৫০

  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

এমিরেটস বহরে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের এয়ারবাস এ৩৫০। বুধবার দুবাইয়ে প্রথম এই উড়োজাহাজটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এমিরেটসের প্রেসিডেন্ট স্যার টীম ক্লার্ক, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন টোউক আল মারিসহ অনেকে।

অনুষ্ঠানে এমিরেটস এয়ারলাইনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম জানান, আগামী কয়েক বছরে এমিরেটস বহরে ৬৫টি এ৩৫০ উড়োজাহাজ যুক্ত হবে। তিনি আশা প্রকাশ করেন, দুবাইয়ের ডি৩৩ স্ট্রাটেজি বাস্তবায়নে এই উড়োজাহাজগুলো সহায়ক হবে। এই স্ট্রাটেজিতে দুবাইকে বৈশ্বিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩ জানুয়ারি এয়ারবাস এ৩৫০ এর সাহায্যে এডেনবার্গে প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি।

২০০৮ সালের পরে এই প্রথমবার এমিরেটস বহরে নতুন কোনো ধরনের উড়োজাহাজ যুক্ত হয়েছে। এর আগে এমিরেটস শুধু সুপরিসর দ্বিতল এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ এর সাহায্যে বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে ফ্লাইট সেবা দিয়ে আসছিল। সুপরিসর এয়ারবাস এ৩৫০ সর্বাধিক জ্বালানীদক্ষ উড়োজাহাজ
হিসেবে ব্যাপকভাবে পরিচিত এবং যাত্রীদের জন্য এর শব্দদূষণ প্রায় চল্লিশ শতাংশ কম।

উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের নতুন উড়োজাহাজটির আকর্ষণীয় ইন্টোরিয়র, সর্বাধুনিক প্রযুক্তি, এবং পরবর্তী প্রজন্মের প্রোডাক্টগুলো প্রদর্শন করা হয়।

নতুন উড়োজাহাজটির যাত্রী আসন সংখ্যা ৩১২, ইকোনমি শ্রেণি ২৫৯টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণি ২১টি এবং বিজনেস শ্রেণি রয়েছে ৩২টি।

নতুন উড়োজাহাজটি সব শ্রেণির যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। ইকোনমি শ্রেণির যাত্রী আসনগুলো দেখতে অনেক আকর্ষণীয় এবং আসনের সঙ্গে যুক্ত রয়েছে সিক্স-ওয়ে এডজাস্টেবল নেক সাপোর্ট, যেন যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারেন। এছাড়াও নির্দিষ্ট কিছু রুটে যাত্রীদের কমপ্লিমেন্টারি স্ন্যাক্স সরবরাহ করা হবে।

বিজনেস শ্রেণিতে অতিরিক্ত সুবিধাসহ বিলাসবহুল ৩২টি যাত্রী আসন থাকছে। লাই-ফ্ল্যাট আসন, ফোরকে টিভি স্ক্রিন, মিনিবার, উন্নত স্টোরেজ, পর্যাপ্ত খাবার ও পানীয়, ফ্লাইটে বসে শপিংসহ অন্যান্য অনেক কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত।

নতুন এই উড়োজাহাজটির সিলিং অপেক্ষাকৃত উঁচু এবং সব শ্রেণিতেই আইলগুলো আরও প্রশস্ত। গালি এরিয়াটিও যথেষ্ট বড়। লাগেজের জন্য ওভারহেড স্টোরেজগুলোও অপেক্ষাকৃত বড়।

এমিরেটস এ৩৫০ এ ব্যবহৃত প্রযুক্তি অত্যন্ত উন্নতমানের। যাত্রীরা একটি টাচবাটন ব্যবহার করেই তাদের ইলেকট্রিক উইন্ডো ব্লাইন্ডগুলো এডজাস্ট করতে পারবেন। ইনফ্লাইট বিনোদন ব্যবস্থার টিভি স্ক্রিনে কেবিন ক্রু সেবা যুক্ত হয়েছে টাচ স্ক্রিন বেল বাটন। যাত্রীরা স্ক্রিনে তাৎক্ষণিক খাবারের মেন্যু দেখতে পারবেন এবং ডিজিটাল সংবাদপত্র ও ম্যাগাজিন পড়ার সুযোগ পাবেন।

ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় যুক্ত হয়েছে সর্বোচ্চ মানের সিনেম্যাটিক ডিসপ্লে, আল্ট্রারেসপন্সিভ টাচস্ক্রিন। বিনোদন ব্যবস্থায় কনটেন্টের সংখ্যাও বর্তমেনের তুলনায় প্রায় তিনগুন করা হয়েছে। এছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা। এই উড়োজাহাজগুলোতে অত্যন্ত উন্নত মানের এন্টেনা থাকার ফলে যাত্রীরা বিরতিহীন ও ঝামেলামুক্ত বৈশ্বিক কানেক্টিভিটি উপভোগ করবেন। এমিরেটসের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় যাত্রীসেবা অক্ষু্ণ্ন রাখার লক্ষ্যে নতুন প্রজন্মের উড়োজাহাজটির জন্য এমিরেটসের কেবিন ক্রুদের আলাদাভাবে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com