বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
Uncategorized

এবার ভিসা ছাড়াই কাতারে যেতে পারবেন পাকিস্তানিরা

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

পাকিস্তানের নাগরিকরা এখন ভিসা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রবেশ করতে পারবেন।কাতার এয়ারওয়েজ জানিয়েছে, ৩০ দিনের জন্য দেশটিতে পাকিস্তানিদের জন্য অন্য অ্যারাইভাল ভিসা চালু করা হয়েছে।ফলে কাতার ভ্রমণের জন্য তাদের আপাতত ভিসা নেয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে না।

গালফ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অন অ্যারাইভাল ভিসা নিতে বাড়তি কোনো চার্জও দিতে হবে না পাকিস্তানিদের।আবার ফিরে যাওয়ার টিকিট নিশ্চিত করা সাপেক্ষে কিছুদিন ভিসার মেয়াদ বাড়ানোও যাবে।মূলত পর্যটক আকৃষ্ট করতেই কাতারের এ উদ্যোগ।

কাতার এয়ারওয়েজের ওয়েবসাইটে ভ্রমণকারীদের উদ্দেশে বলা হয়েছে, উপসাগরীয় দেশটির খাঁটি আরবীয় আমেজ উপভোগ করতে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানান।এ ভূমি তার ঐতিহ্যের জন্য বিখ্যাত, এর উদ্ভাবন ও আতিথেয়তার জন্য বিখ্যাত।এখন আপনার জন্য ভিসা মুক্ত সুবিধাও দেয়া হচ্ছে।ভিসামুক্ত সুবিধা পাওয়ার জন্য যাত্রীদের অবশ্যই অন্তত ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com