রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য আলোচনা করতে প্রস্তুত দেশটি। তবে অভিবাসী কর্মীদের ফেরত আসার বিষয়ে নিশ্চয়তা চায় রাশিয়া।
রবিবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানান তিনি।
রাশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন তিনি। বিভিন্ন খাতে— কৃষি, জাহাজ নির্মাণ, পর্যটন, আবাসিক বা বিভিন্ন সেবা খাতে কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা করতে চায় রাশিয়া।
কর্মী নেওয়ার বিষয়টি এমন নয় যে, তা একদিনে মীমাংসা হবে। যাই হোক, আমরা আলোচনা করতে প্রস্তুত জানিয়ে আলেক্সান্ডার জি খোজিন বলেন, ‘কর্মী পাঠানোর জন্য একটি সমঝোতা স্মারক বা অন্য ধরনের অ্যারেঞ্জমেন্টে যাওয়ার আগে আমাদেরকে প্রতিশ্রুতি পেতে হবে— কর্মীদের প্রত্যর্পণ করা হবে। এটি অত্যন্ত জরুরি। বিদেশে কাজ করার বিষয়ে বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে। এই প্রতিশ্রুতি দুদেশের জন্য ইন্স্যুরেন্স হিসাবে কাজ করবে।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাওনা পরিশোধের বিষয়ে তিনি জানান, এটি নিয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে প্রস্তুত। আমি নিশ্চিত বিষয়টি সুরাহা হবে। এখানে যে স্পর্শকাতর বিষয়গুলো আছে সেগুলো বিশেষজ্ঞরা আলোচনা করবেন।
‘বাংলাদেশি শিক্ষার্থীরা রাশিয়াতে পড়াশোনা করছে এবং বাংলাদেশের যুব সম্প্রদায়ের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে’, বলে জানান রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন।