শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন
Uncategorized

এবার থেকে মসজিদ- মন্দির নির্মাণে অনুমতি লাগবে বাংলাদেশে

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

বাংলাদেশে নতুন মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয় নির্মাণে সরকারের অনুমোদন লাগবে। অনুমতি লাগবে কবরস্থান ও শ্মশান করতেও। সংসদীয় কমিটির এই প্রস্তাবে সায় আছে ধর্মমন্ত্রণালয়েরও। এখন শুধু কার্যকরের অপেক্ষা।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এই উদ্যোগকে স্বাগত জানালেও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ মনে করেন এ বিষয়ে ধর্মীয় বিশেষজ্ঞদের সাথে আলাপ করা উচিত।সংসদীয় কমিটি বলছে, যারা উপাসনালয়ে উদ্যোক্তা হবেন তাদের আয়ের উৎসও জানাতে হবে।

এই অনুমতির জন্য ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশনে আবেদন করতে হবে নকশাসহ। সেটা উপজেলা পরিষদের সমন্বয় সভায় পাশ করাতে হবে। শহরেও একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

‘আর মসজিদ নির্মাণ কেউ ব্যক্তিগতভাবে করতে চাইলেও জনগণকে সম্পৃক্ত করতে হবে। তার আয়ের উৎস জানাতে হবে। ইনকাম ট্যাক্স দেয় কী না তা প্রমাণ করতে হবে।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন,’অপ্রয়োজনে শুধু রেষারেষির কারণে অনেক ধর্মীয় উপাসনালয় তৈরি হয়। দুই ভাইয়ের মধ্যে অথবা এলাকার বিরোধের কারণেও একই এলাকায় একাধিক মসজিদ তৈরির নজির আছে। উপাসনালায় যতটি প্রয়োজন ততটি তৈরি করা যাবে। কিন্তু অপ্রয়োজনে তৈরি করার দরকার নাই।’

শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘সরকারে উদ্দেশ্য সাধু বলেই মনে হয়। আমাদের দেশে এইসব বিষয় নিয়ে একটা হযবরল যে হচ্ছে না, তা নয়। তবে তারা কাজটা কীভাবে করতে চাচ্ছেন জানি না। তবে ভালো করতে গিয়ে মন্দও হয়ে যেতে পারে। মানুষের মধ্যে এই ধারণাও হতে পারে যে সরকার এখন ধর্ম নিয়েও বাধ্যবাধকতা আরোপ করতে যাচ্ছে।’

তার কথা,’সংবিধানে প্রত্যেক ধর্ম পালনের স্বাধীনতা আছে। অন্যের জমিতে মসজিদ তৈরি করব, যদি তিনি কোনো আপত্তি না করেন তাহলেই হলো। এখন যদি সরকারের অনুমতির জন্য বসে থাকতে হয় সেটাতো আরেকটা পেরেশানি। আমাদের দেশে যে ঘুসের ব্যাপার রয়েছে তাতে এই অনুমতির নামে আরেকটা ঘুসের ক্ষেত্র হয় কী না সেটাই আশঙ্কা।’

ইসলামিক ফাউন্ডেশনের ২০০৮ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে এখন দুই লাখ ৫৩ হাজার ১৭৬টি মসজিদ আছে। হিন্দু কল্যাণ ট্রাস্টের হিসেব মন্দির আছে ৩০ হজারের কিছু বেশি। বাংলাদেশে মোট জনগোষ্ঠীর ৮৮.৪ ভাগ মুসলামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com