1. [email protected] : চলো যাই : cholojaai.net
এদেশে থাকতে রাজি হলেই পেয়ে যাবেন সুন্দর বাংলো, নাগরিকত্ব আর ৭১ লক্ষ টাকা
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বপ্নভঙ্গের হতাশা আর আতঙ্কে যুক্তরাষ্ট্রে বিদেশী শিক্ষার্থীরা ইমিগ্রেশনের সময় এই ৭ কথা ভুলেও বলবেন না, ভেস্তে যেতে পারে ভ্রমণ চীনে বাড়ছে নারীদের আবাসিক ক্লাব, পুরুষ প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাইল্যান্ড ভ্রমণে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবেন পর্যটকেরা ছুটি হোক কর্মক্ষমতা বাড়ানোর চাবিকাঠি কেবিন ক্রুদের ধর্মঘটে এয়ার কানাডার সব ফ্লাইট স্থগিত ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র আগামী বছর ভালুকায় চালু হচ্ছে পাঁচ তারকা হোটেল ‘ম্যারিয়ট’ ঘুরতে গেলে বাজেট শেষ? কয়েকটি টিপসেই মিলবে সমাধান ইউরোপে ‘অবাধ্য’ পর্যটকদের গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা

এদেশে থাকতে রাজি হলেই পেয়ে যাবেন সুন্দর বাংলো, নাগরিকত্ব আর ৭১ লক্ষ টাকা

  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

দেশের লোকসংখ্যা কমে গেছে। বাইরে থেকে লোক আনতে হবে। এই উদ্দেশ্যেই দেশে বসতি স্থাপনের জন্য ৭১ লক্ষ টাকার একটি স্কিম শুরু করছে আয়ারল্যান্ড। এই প্রক্রিয়া শুরু হবে ১ জুলাই থেকে।

ireland country paying 71 lakh rupees to move you there know scheme details
এদেশে থাকতে রাজি হলেই পেয়ে যাবেন সুন্দর বাংলো, নাগরিকত্ব আর ৭১ লক্ষ টাকা সহ আরও কত কী! যাবেন নাকি?
অনেকের কাছেই বিদেশ ভ্রমণ যেন একটি দারুণ রোমাঞ্চকর ব্যাপার। নতুন দেশ, নতুন জায়গায় বিলাসবহুল জীবনযাপন, নতুন মানুষের সঙ্গ, নতুন নতুন খাবার দাবার, নানা আকার্ষণীয় স্থান সবই যেন রোমাঞ্চকর। কিন্তু একটা বড় অংশের পর্যটকের কাছেই এই বিদেশ ভ্রমণ অনেকটা স্বপ্নের মতো। আর সেই স্বপ্ন পূরণ করার ক্ষমতা সকলের হয় না। খরচটাই সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু এমন যদি কোনও দেশে যাওয়ার সুযোগ পান, যেখানে গেলে খরচ নয়, উলটে বরং কিছু আমদানি হতে পারে তাহলে? আজ্ঞে হ্যাঁ, সুযোগ আছে। বেড়াতে সেই দেশে গেলে বাড়ি, টাকা, বিলাসবহুল জীবন এমনকি বসতি স্থানের সুযোগও পেয়ে যাবেন। যাবেন নাকি সেখানে?দেশটির নাম আয়ারল্যান্ড। ইউরোপ মহাদেশের বরফে ঢাকা এক ছোট্টো দ্বীপ রাষ্ট্র। উত্তর আটলান্টিক মহাসাগরের সেই দ্বীপ রাষ্ট্রের লোকসংখ্যা তুলনামূলক খুবই কম। জনসংখ্যা বাড়াতে চায় দেশ। তাই এখানে বসতি স্থাপনের জন্য এক দারুণ অফার এনেছে আয়ারল্যান্ড সরকার। আর সেখানে বসবাস করলে মিলবে ৭১ লক্ষ টাকা। চলুন তাহলে এই চমৎকার পরিকল্পনা সম্পর্কে জেনে নেওয়া যাক। (All photo credit: pexels.com)

এই প্রকল্পের অধীনে মিলবে ৭১ লক্ষ টাকা
এই প্রকল্পের অধীনে মিলবে ৭১ লক্ষ টাকা

ইউরো নিউজ-এর খবর অনুযায়ী, এই নয়া পরিকল্পনাটি হল সেদেশের “আর লিভিং আইল্যান্ড” নীতির অংশ। এর নীতি প্রয়োগে আইরিশ সরকার তার দ্বীপগুলির জনসংখ্যা বাড়াতে চায়। সরকার জানিয়েছে যে, “এই নীতির উদ্দেশ্য হল এখানকার দ্বীপগুলিকে সমৃদ্ধ করা। পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে ৩০টি দ্বীপ। এই দ্বীপগুলি একে অপরের সঙ্গো কোনও সেতু দ্বারা সংযুক্ত নয়, এবং এগুলির কাছাকাছি কোনও উপকূলও নেই। সরকার এখানে নতুন বাসিন্দাদের বসতি স্থাপনের সুযোগ দিচ্ছে। এবং এখানে বসতি স্থানের জন্য মিলবে ৭১ লক্ষ টাকা। এই প্রকল্পের উদ্দেশ্য হল, দ্বীপগুলির পরিত্যক্ত প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং পুনর্বাসন।

কবে থেকে শুরু হবে এই আবেদন প্রক্রিয়া

কবে থেকে শুরু হবে এই আবেদন প্রক্রিয়া

সেখানে থাকতে গেলে বাসিন্দাদের ওই দ্বীপগুলিতে একটি সম্পত্তি কিনতে হবে। শর্ত, সেই সম্পত্তি যেন ১৯৯৩ সালের আগে নির্মিত হয় এবং সেটি যেন কমপক্ষে দুই বছর ধরে খালি পড়ে থাকে। প্রকল্পের অধীনে প্রদত্ত তহবিল গৃহ নির্মাণের কাজে ব্যবহার করা যেতে পারে। সেই টাকা ব্যবহার হতে পারে সংস্করণ, কাঠামোগত উন্নতি এবং সজ্জার জন্য। কেউ যদি এই দ্বীপগুলিতে যেতে আগ্রহী হন, তাহলে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ জুলাই থেকে।

আয়ারল্যান্ড দেখার সেরা সময়

আয়ারল্যান্ড দেখার সেরা সময়

কেউ যদি আয়ারল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে এই সময় যাওয়াই ভালো। মানে আয়ারল্যান্ড দেখার সেরা সময় হল, জুন, জুলাই এবং অগাস্ট। শীতকালে আয়ারল্যান্ড দেখতে চাইলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস নাগাদ যান। আর আয়ারল্যান্ডের বসন্ত দেখতে চাইলে এপ্রিল মাস সেরা।

কীভাবে আয়ারল্যান্ড যাবেন

কীভাবে আয়ারল্যান্ড যাবেন

আয়ারল্যান্ড, ডাবলিন, শ্যানন, কর্ক এবং আয়ারল্যান্ড ওয়েস্টে চারটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। ডাবলিন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মহাদেশীয় ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ প্রধান শহরগুলির সঙ্গে সংযুক্ত। এছাড়াও ডোনেগাল, গালওয়ে, স্লিগো, কেরি এবং ওয়াটারফোর্ডের অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে। আয়ারল্যান্ডে পরিচালিত দুটি প্রধান এয়ারলাইন হল রায়নায়ার এবং এয়ার লিঙ্গাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com