বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:১২ অপরাহ্ন
Uncategorized

এক বছরে ইউরোপে নাগরিকত্ব পেয়েছেন ৮০৫৫ বাংলাদেশি

  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১

প্রতিবছর অনেক বাংলাদেশি ইউরোপে পাড়ি জমান। তাদের অনেকেই নির্দিষ্ট সময় পর ইউরোপের কোনো দেশের নাগরিকত্ব লাভ করেন। ২০১৯ সালে যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৮টি দেশে নাগরিকত্ব পেয়েছেন ৮ হাজার ৫৫ জন বাংলাদেশি।

ইইউ-এর হিসেব অনুযায়ী, ২০১৯ সালে বাংলাদেশি প্রবাসীরা সবচেয়ে বেশি নাগরিকত্ব পেয়েছেন যুক্তরাজ্যে (বর্তমানে ইইউর বাইরে), দেশটিতে ৩ হাজার ৭শ ৮০ জন বাংলাদেশি নাগরিকত্ব পান। একই বছর ইতালিতে নাগরিকত্ব পান ১ হাজার ৫শ ৪১ জন, পর্তুগালে ৬শ ২৯ জন, ফ্রান্সে ৫৩৩ জন, স্পেনে ৪২৮ জন, জার্মানিতে ২২৫ জন এবং বেলজিয়ামে ৯৭ জন বাংলাদেশি ইইউর নাগরিকত্ব লাভ করেন।

নাগরিকত্ব লাভের দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। প্রথম অবস্থানে থাকা ভারতের ২৭ হাজার ৭৬৫ জন ইইউ-এর নাগরিকত্ব পেয়েছেন। পাকিস্তানের ২৩ হাজার ৮৯০ জন, শ্রীলঙ্কার ৭ হাজার ৪০০ জন এবং মালদ্বীপের ১৬ জন ইউরোপের নাগরিকত্ব লাভ করেছেন।

২০১৪ সালে ১১ হাজার ১৬২ জন, ২০১৫ সালে ১১ হাজার ৬৩৭ জন, ২০১৬ সালে ১৫ হাজার ৪৮৬ জন, ২০১৭ সালে ৯ হাজার ৭১২ জন, ২০১৮ সালে ৭ হাজার ৮১২ জন বাংলাদেশি ইইউতে নাগরিকত্ব পেয়েছেন। ইউরোপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০১৯ সালে ৭ লাখ ৬ হাজার মানুষ নাগরিকত্ব লাভ করেছেন।

ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

Like Us On Facebook

Facebook Pagelike Widget
© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com
%d bloggers like this: