বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

একটি ছোট বসতবাড়ি আর একটি গাছ, এটাই পুরো দ্বীপ

  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

দ্বীপ নামক ভূখণ্ডের সঙ্গে মোটামুটি সকলের পরিচয় আছে। চারধারে জলবেষ্টিত একটি ভূভাগ। যা সাধারণত সমুদ্রের মাঝে জেগে থাকে। আবার হ্রদ বা দিঘির মাঝেও এমন ভূখণ্ড দেখা যায়। দ্বীপ যে খুব বড় হয় এমনটা সাধারণভাবে দেখা যায়না।

তবে তা এতটা ছোটও হয়না যে সেখানে মাত্র একটা ছোট থাকার বাড়ি আর একটা গাছ থাকবে। আর এতেই পুরো দ্বীপে আর ভূখণ্ড বাকি থাকবেনা। তবে এমন দ্বীপ কিন্তু রয়েছে। রূপকথার গল্প বলে মনে হলেও এই দ্বীপটি রয়েছে।

পৃথিবীর সবচেয়ে ছোট বাসযোগ্য দ্বীপ। যেখানে ওই একটি ছোট বাড়িতে একটি পরিবার বসবাসও করে। দ্বীপে বাড়ি ছাড়া একটি গাছই জন্মানোর মত জায়গা রয়েছে। সেখানেই একটি গাছ হয়েছে। আর ঘরের সামনে সামান্যতম একটু মাটি রয়েছে জল শুরুর আগে।

এই দ্বীপটিতে ছোট্ট বাড়ি তৈরি করে ১৯৫০ সালে এক পরিবার থাকতে শুরু করে। দ্বীপটির আয়তন ৩ হাজার ৩০০ বর্গফুট। এমনই অবস্থা যে বাড়ি আর গাছ বাদ দিলে একটু ভুল পা ফেললেই সোজা জলে পড়তে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com