1. [email protected] : চলো যাই : cholojaai.net
একটির দামে তিনটি বুফে ডিনার ঢাকা রিজেন্সিতে
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
Uncategorized

একটির দামে তিনটি বুফে ডিনার ঢাকা রিজেন্সিতে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১

ভোজনরসিকদের জন্য সুখবর! ঢাকা রিজেন্সি’তে ফিরে এসেছে সুস্বাদু বুফে ডিনার, সঙ্গে আকর্ষণীয় অফার। হোটেলের সিগনেচার রেস্টুরেন্ট গ্রান্ডিওস-এ অতিথিরা পাচ্ছেন ‘ডাইন  থ্রি অ্যাট প্রাইস অফ ওয়ান’, অর্থাৎ একটি বুফের মূল্যে তিনটি বুফে ডিনার উপভোগ করার আকর্ষণীয় সুযোগ। এর জন্য গুনতে হবে ৩৯৯৯ টাকা। চলবে ২৬ মে ২৯ মে।

এ ছাড়াও মনোরম পরিবেশে সাজানো ঢাকা রিজেন্সির রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দা স্কাইলাইন’-এ থাকছে কাবাবের বাহার এবং আ-লা-কার্ট মেনু। যেখানে অতিথিরা তাদের পছন্দমতো সেট-মিল বেছে নিতে পারবেন। এই গরমে ঢাকা রিজেন্সির রুফটপ-এ কোল্ড কফি এবং ফ্রেশ জুসসহ সুইমিং পুল-এও রয়েছে বিশেষ অফার। জনপ্রতি ১৯৯৯ টাকা, কাপলদের জন্য ২৯৯৯ টাকা। ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বারদের জন্য থাকছে প্রতিটি আউটলেট-লাউঞ্জ, স্পা , জিম, রেস্টুরেন্ট-এ মেম্বারশিপ কার্ড ও ভাউচার-এ মূল্যছাড়।/এফএ/

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com