1. [email protected] : চলো যাই : cholojaai.net
একটা ভিডিও থেকে আয় জানলে চমকে যাবেন আপনি
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সস্তায় বিদেশ ভ্রমণ: স্বপ্নকে সত্যি করার বিজ্ঞানসম্মত গাইড ব্রিটেনে ভিসা বদল, বাংলাদেশিদের জন্য কী পরিবর্তন ক্রিপটিক গর্ভাবস্থা – যখন নিজেই জানেন না আপনি গর্ভবতী পর্যটন ভিসায় বিদেশ গিয়ে কাজ করলে কী কী শাস্তি হতে পারে স্পা থেকে সিনেপ্লেক্স , যা যা আছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমানবন্দরে তিন বছরে পাঁচ লাখ কর্মী নেবে ইটালি, সুযোগ পেতে পারেন বাংলাদেশিরাও চলতি বছরের প্রথম ছয় মাসে ইইউতে অভিবাসী কমেছে ২০ ভাগ, শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ ভারতের এই গ্রামে মেয়েদেরকে কাপড় ছাড়াই থাকতে হয়

একটা ভিডিও থেকে আয় জানলে চমকে যাবেন আপনি

  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩

অজয় নগর (Ajoy Nagar), যিনি তার অনলাইন ওরফে ক্যারিমিনাটি (Carry minati) নামেও পরিচিত। তিনি একজন ভারতীয় ইউটিউবার, গেমার এবং সোশ্যাল মিডিয়া প্রভাবশালী ব্যাক্তিত্ব৷ তিনি গেমিং এবং ইন্টারনেট প্রবণতা সম্পর্কে তার ব্যঙ্গাত্মক ও হাস্যকর ভিডিওগুলির জন্য সুপরিচিত। এছাড়াও তিনি অসংখ্য অনলাইন প্ল্যাটফর্ম জুড়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। এই নিবন্ধে জানবো ক্যারিমিনাতির ভিডিও থেকে আয় এবং তার মোট সম্পদের (Net Worth) পরিমান।

তিনি অল্প বয়সে অত্যন্ত সফল ভারতীয় ইউটিউবারদের একজন। Carry Minati রোস্টিং ভিডিও তৈরি করে এবং লাইভ স্ট্রিম ইউটিউবে গেমিংও করে। তিনি সবথেকে বেশি বিখ্যাত হয়েছিলেন, যখন তার একটি ভিডিও ইউটিউব বনাম টিকটক ভাইরাল হয়েছিল এবং তিনি প্রচুর বুস্ট পেয়েছিলেন।

ক্যারিমিনাতি (অজেয় নগর) ভারতের হরিয়ানার ফরিদাবাদে ১২ই জুন ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেছিলেন। ক্যারিমিনাতির পিতার নাম বিবেক নগর, এবং তার একজন বড় ভাই যশ নগর যিনি একজন সঙ্গীত প্রযোজক এবং সুরকার। যিনি তার ডাকনাম উইলি ফ্রেঞ্জি নামে পরিচিত।

অজয় তার নিজের শহর ফরিদাবাদে স্কুলের পড়াশোনা শেষ করেছিলেন। কিন্তু পরে তার পড়ালেখায় ভালো না হওয়ায় পড়াশোনা ছেড়ে দেন। এবং তিনি তার ক্যারিয়ারের জন্য ইউটিউব চ্যানেল শুরু করেন। ক্যারিমিনাটি ১০ বছর বয়সে ইউটিউব চ্যানেলের সাথে তার কর্মজীবন শুরু করেছিলেন।

বর্তমানে, ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে প্রায় ৩ কোটি ৯০ লাখ। এছাড়া অন্য একটি গেমিং চ্যানেল রয়েছে তার। যেখানেও তার সাবস্ক্রাইবার রয়েছে প্রায় ১.২ কোটি। রিপোর্ট অনুযায়ী, ১.৩৫ মিলিয়নের বেশি মানুষ প্রতিদিন তার ভিডিও দেখেন। যেখানে তার প্রতি ভিডিওতে আয় ১লাখ টাকার বেশি। তার মোট সম্পত্তির পরিমান ৪১ কোটি টাকার বেশি। ইউটিউব ছাড়াও ব্র্যান্ড প্রমোশন, গান, সিনেমা ইত্যাদি জায়গা থেকে মোটা অঙ্ক আয় করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com