বিশ্বে ব্যতিক্রম কিছু প্রতিষ্ঠা করার ইচ্ছা মানুষের চিরকালীন। ব্যতিক্রম কিছু করে দেখানোর জন্য নৈরাশ্য আর হতাশাপীড়িতদের জন্য অভিনব ক্যাফে খুলেছে জাপানের এক ব্যক্তি। ক্যাফেটির নাম মোরি আউচি। ২০২০ সালে এই ক্যাফের যাত্রা শুরু। অর্থাৎ কোভিড মহামারির সময় থেকে বিষণ্ন মানুষের জন্য প্রশান্তিদায়ক ঠিকানা হয়ে ওঠে এটি।
টোকিওর শিমোকিটাজাওয়ায় অবস্থিত এই ক্যাফের মালিক নিজেও একটা সময় বিষণ্নতার রোগী ছিলেন। নিজে হতাশাগ্রস্ত ব্যক্তিদের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন। ক্যাফের মালিক জানান, নেতিবাচকতা খারাপ গুণ হিসেবে দেখা হলেও তিনি মনে করেন না নেতিবাচকতা খুব খারাপ জিনিস।
কাঠের তৈরি এই ক্যাফেতে রয়েছে নিরিবিলি কক্ষ, যেখানে একা সময় কাটানো যায়। তবে এই ক্যাফেতে ঢোকার কিছু শর্ত মানতে হবে। আগ্রহী নারীদের অবশ্যই নিঃসঙ্গ হতে হবে। ক্যাফেতে ঢোকার আগ্রহী ব্যক্তিটি যদি পুরুষ হন তাহলে তার সঙ্গে অবশ্যই নারী সঙ্গী থাকতে হবে।