নোভেল করোনা ভাইরাসের ক্ষতি থেকে বেরিয়ে আসতে নিত্যনতুন উদ্ভাবনী পদক্ষেপ নিচ্ছে বিশ্বের উড়োজাহাজ কোম্পানিগুলো।
সিঙ্গাপুর এয়ারলাইনস তাদের একটি উড়োজাহাজকে অস্থায়ী রেস্তোরাঁয় পরিণত করেছে। সংস্থাটি আশা করছে, এর মধ্য দিয়ে কিছুটা হলেও তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবে।
মূলত চলমান মহামারির কারণে বিশ্বের অন্য সব বিমান পরিবহন সংস্থার মতোই মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস।
জুন পর্যন্ত প্রান্তিকে সংস্থাটির ক্ষতি হয়েছে রেকর্ড ৮১ কোটি ৭০ লাখ ডলার।
এ পরিস্থিতিতে বাধ্য হয়ে ২০ শতাংশ কর্মীও ছাঁটাই করছে এয়ারলাইনসটি।