জার্মানি, ফ্রান্স আর বেলজিয়াম সীমান্তবেষ্টিত দেশ লুক্সেমবার্গ। আয়তনে মাত্র ২ হাজার ৬৮৬ বর্গকিলোমিটার হলেও, সর্বোচ্চ মাথাপিছু জিডিপির কারণে পরিচিতি পেয়েছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে।
প্রাকৃতিক সৌন্দর্যেরও জুড়ি নেই দেশটির। উল্লেখযোগ্য আধুনিকায়নের পরও এখনো পুরো লুক্সেমবার্গ ঢাকা সবুজের সমারোহে। সেই সঙ্গে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনাও। রাজধানী লুক্সেমবার্গ সিটির আনাচে কানাচে থাকা স্থাপত্যশিল্পের নানা নিদর্শনও নজর কাড়ে পর্যটকদের।
পাঁচ বছর লুক্সেমবার্গে বৈধভাবে বসবাস করার পর দেশটির ভাষা পরীক্ষায় উত্তীর্ণ ও ইতিহাস কোর্স সম্পন্ন করে নাগরিকত্ব আবেদনের সুযোগও রয়েছে অভিবাসীদের।