শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডস

  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপের মাধ্যমে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস সরকার। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়ে ভিন্নতা রয়েছে। প্রার্থী যে প্রতিষ্ঠানে আবেদন করতে ইচ্ছুক ওয়েবসাইট থেকে ওই প্রতিষ্ঠানে আবেদনের সময়সীমা জেনে নিতে হবে। 

নেদারল্যান্ডস উত্তর-পশ্চিম ইউরোপে অবস্থিত একটি উন্নত দেশ। এর রাজধানী আমস্টারডাম। দেশটি তার নাগরিকদের জন্য উন্নত সামাজিক সেবা প্রদান করে; যার মধ্যে রয়েছে বিনামূল্যে বা সস্তায় স্বাস্থ্যসেবা, সরকারি শিক্ষা, পরিবহণব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধা। এ ছাড়া, নেদারল্যান্ডস শিক্ষাব্যবস্থার উদ্ভাবনী পদ্ধতির জন্য আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত এবং এটি বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল।

এককালীন ৫,০০০ ইউরো প্রদান করবে (বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাখ ২২ হাজার ৪০০ টাকা)। তবে বিশ্ববিদ্যালয় ভেদে এই পরিমাণের ভিন্নতা রয়েছে। স্কলারশিপটি এক বছরের জন্য প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতা

*নন-ইউরোপীয়ান দেশের নাগরিক হতে হবে;

*নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে হবে;

*বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির শর্তাবলি পূরণ করতে হবে;

*ইংরেজি ভাষা দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে (বিশ্ববিদ্যালয় ভেদে এর ভিন্নতা রয়েছে);

স্কলারশিপের আওতায় যেসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ—

লিডেন বিশ্ববিদ্যালয়, ইউট্রেখট বিশ্ববিদ্যালয়, গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়, ইরাসমাস ইউনিভার্সিটি রটারডাম, ম্যাসট্রিচ বিশ্ববিদ্যালয়, ভিইউ আমস্টারডাম, রাডবউড বিশ্ববিদ্যালয়, টিলবার্গ বিশ্ববিদ্যালয়, ডেলফ্ট ইউনিভার্সিটি অব টেকনোলজি, আইন্ডহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজি, টুয়েন্টি বিশ্ববিদ্যালয়, ওয়াগেনিঞ্জেন বিশ্ববিদ্যালয়, প্রোটেস্ট্যান্ট, থিওলজিক্যাল বিশ্ববিদ্যালয়, থিওলজিক্যাল ইউনিভার্সিটি অ্যাপেলডোর্ন এবং ধর্মতাত্ত্বিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com