শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

ঈদ ঘিরে নতুনভাবে সাজছে পর্যটন নগরী

  • আপডেট সময় সোমবার, ১০ জুন, ২০২৪

ঈদকে সামনে রেখে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো সাজিয়ে তোলার শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। 

বিপুলসংখ্যক পর্যটক কক্সবাজারের বেড়াতে আসবেন- এমনটিই আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। তাই দেশের পর্যটন রাজধানী কক্সবাজারে লেগেছে ঈদের হাওয়া! ঈদের ছুটিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ, বিচ ম্যানেজমেন্ট কমিটিসহ অন্যান্য সংশ্লিষ্টরা।

পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের ছুটিতে কক্সবাজারে বেড়াতে আসা বিপুল সংখ্যক পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার। ইতোমধ্যে হোটেল-মোটেল, গেস্টহাউস ও রেস্টুরেন্টগুলো নতুনরূপে সাজানো হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তোলা হয়েছে নতুন নতুন পণ্য!

হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতি সূত্রে জানা গেছে, ঈদে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা সাড়া দিয়েছে। ইতোমধ্যে প্রায় হোটেল-মোটেলের কক্ষ বুকিং হয়েছে।

সরেজমিন দেখা গেছে, হোটেল-মোটেল জোনের প্রায় সব হোটেল-মোটেল-গেস্ট হাউসে চলছে ধোঁয়া-মোছা ও রং করার কাজ। পর্যটন রাজধানী কক্সবাজার এর পর্যটন স্পট মহেশখালী, হিমছড়ি, ইনানী, দরিয়ানগর, বঙ্গবন্ধু সাফারী পার্কসহ বিভিন্ন পর্যটন স্পটগুলো সাজছে নতুন করে। কক্সবাজার শহরের বার্মিজ মার্কেটগুলোতে নানা রকমের বাহারি বার্মিজ পণ্যের সমাহার নিয়ে দোকানিরা বসে আছেন পর্যটকদের আগমনের অপেক্ষায়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জানায়, ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com