1. [email protected] : চলো যাই : cholojaai.net
ঈদে ৩ রুটে চলবে বিমানের বাড়তি ফ্লাইট
রবিবার, ২৫ মে ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

ঈদে ৩ রুটে চলবে বিমানের বাড়তি ফ্লাইট

  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের চাপ সামলাতে এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের তিনটি জনপ্রিয় অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। এ রুটের মধ্যে রয়েছে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সৈয়দপুর, ঐতিহ্যবাহী রাজশাহী এবং দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার।

গতকাল শুক্রবার (২৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানিয়েছেন, ঈদে যাত্রীদের সুবিধার্থে সৈয়দপুর রুটে চারটি এবং রাজশাহী রুটে তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। এ রুটে যাত্রীদের ব্যাপক চাহিদা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অতিরিক্ত ফ্লাইটগুলোর সময়সূচির ব্যাপারে জানানো হয়েছে, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে আগামী ২, ৫ ও ৬ জুন তারিখে এই তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে: আগামী ২, ৩ ও ৫ জুন তারিখে অতিরিক্ত ফ্লাইটগুলো চালানো হবে। আর আগামী ৯ জুন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটেও চলবে বাড়তি ফ্লাইট।

মহাব্যবস্থাপক রওশন কবীর আরও জানান, ঈদ উপলক্ষ্যে ঘরমুখো যাত্রী ছাড়াও অনেকেই এই সময়ে ছুটি কাটাতে কক্সবাজার যান। তাই এই রুটে কতগুলো অতিরিক্ত ফ্লাইট চলবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, শনিবার বা রোববার (২৪ বা ২৫ মে) নাগাদ এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, যাত্রীরাও এখন খুব সহজেই বিভিন্ন মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত টিকেট সংগ্রহ করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব আউটলেট, সেলস সেন্টার, অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, কল সেন্টার ছাড়াও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেও টিকেট কেনা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com