বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইনস্টিটিউট দেবে বৃত্তি

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

ইসলামি অর্থনীতিতে ভূমিকা রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ডলার পুরস্কার দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইনস্টিটিউট (আইডিবিআই)। ২০২৪ সালের পুরস্কারের জন্য মনোনয়নপত্র আহ্বান করেছে আইডিবিআই।

মানুষের জীবনে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার এবং অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন করা প্রকল্পের ভিত্তিতে ব্যক্তি ও প্রতিষ্ঠান অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করতে পারে।

ইসলামি অর্থনীতিতে ভূমিকা রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ডলার পুরস্কার দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)
ইসলামি অর্থনীতিতে ভূমিকা রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ডলার পুরস্কার দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)ফাইল ছবি

পুরস্কার হিসেবে প্রথম বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান পাবে ৫০ হাজার ডলার। দ্বিতীয় স্থান অর্জনকারী ৩০ হাজার ও তৃতীয় স্থান অর্জনকারীকে ২০ হাজার ডলার অর্থ পুরস্কার দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। পুরস্কার বিজয়ী ও রানার্সআপদের ২০২৪ সালের আইডিবি গ্রুপের বার্ষিক সভা চলাকালীন সময়ে এক অনুষ্ঠানে পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হবে।

মনোনয়ন হবে দুটি ধাপে। প্রথম ধাপে আইডিবি প্রাইজ পোর্টাল পেজে ‘How to Apply’ অংশ ক্লিক করে পূরণ করতে হবে। এ ধাপের তথ্য পূরণের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৩। আগ্রহী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

পুরস্কার বিজয়ী ও রানার্সআপদের ২০২৪ সালের আইডিবি গ্রুপের বার্ষিক সভা চলাকালীন সময়ে এক অনুষ্ঠানে পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হবে
পুরস্কার বিজয়ী ও রানার্সআপদের ২০২৪ সালের আইডিবি গ্রুপের বার্ষিক সভা চলাকালীন সময়ে এক অনুষ্ঠানে পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হবেফাইল ছবি

দ্বিতীয় ধাপের ফরম আগামী ৩ ডিসেম্বরের মধ্যে পূরণ করতে হবে। আবেদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ সময়ের মধ্য মনোনয়ন ফরম ও প্রাসঙ্গিক অন্যান্য ফাইল আপলোড করতে হবে।

আইডিবির বৃত্তির জন্য মনোনয়ন পদ্ধতি, আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com