মিশরীয় পতাকাবাহী মিশর এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইট গতকাল রোববার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছেছে।ফ্লাইটটি সেখানে পৌঁছলে সংবর্ধনা দেয়া হয়।
এখন থেকে মিশর এয়ার কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের মধ্যে সপ্তাহে চারটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে।
প্রতিবেদনে বলা হয়, ১৯৮০’র দশক থেকে কায়রো ও তেল আবিবের মধ্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে। ফ্লাইটগুলো মিশরীয় এয়ারের সহযোগী এয়ার সিনাই দ্বারা পরিচালিত হতো।
কিন্তু রহস্যময়ভাবে পরিচালিত ওই ফ্লাইটগুলোতে মিশরের কোনো পতাকা ছিল না। গত ১৩ সেপ্টেম্বর, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে বৈঠকে বসেন।
মিশরের সাগর তীরবর্তী রিসোর্ট শারম-আল-শেখে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বাহরাইনে সফরে যান। সেখানে তিনি ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করেন।