গাজায় গণহত্যা চালানোর জেরে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিলো দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। মঙ্গলবার (১৫ এপ্রিল) মালদ্বীপ সরকার এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এক বিবৃতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের ‘ক্রমাগত নৃশংসতা এবং গণহত্যার’ কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
টাইমস অব ইসরায়েলের উদ্ধৃতি অনুসারে, মুইজ্জুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই অনুমোদন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল কর্তৃক সংঘটিত অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার প্রতিক্রিয়ায় সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে।’
স্থানীয় গণমাধ্যমের মতে, মালদ্বীপের সংসদে ভোটদানকারী সব সংসদ সদস্যের সর্বসম্মত ভোটে এই নিষেধাজ্ঞা পাস হয়েছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ৭ এপ্রিল পাসপোর্ট ও অভিবাসন বিভাগকে এ সংক্রান্ত চিঠিটি দিয়েছি।’
এর আগে, গত রোববার বাংলাদেশ সরকার তাদের নাগরিকদের পাসপোর্টে ‘ইসরায়েল ছাড়া’ শব্দ পুনরায় অন্তর্ভুক্তির সিদ্ধান্তের কথা জানায়। যার ফলে কার্যকরভাবে বাংলাদেশি নাগরিকরা ইসরায়েল ভ্রমণে যেতে পারবেন না।
ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৫০,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জানুয়ারিতে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও, ১৮ মার্চ ইসরায়েল গাজায় আবার বিমান হামলা শুরু করে ইসরায়েল। যার ফলে যুদ্ধবিরতি কার্যকরভাবে শেষ হয়। বিমান হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নারী-শিশুসহ অসংখ্য নিরাপরাধ মানুষ।