মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

ইরান ও লেবাননের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বিভিন্ন এয়ারলাইনস

  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪
ইসরায়েল ও লেবাননে ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন দেশের এয়ারলাইনস। এ ছাড়া ইরান ও লেবাননের আকাশসীমাও এড়িয়ে যাচ্ছে তারা। লেবাননে গত মঙ্গলবার এক হামলায় হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ সুখর এবং বুধবার গভীর রাতে তেহরানে হামাসপ্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল। এর পর থেকে ইরানের হামলার শঙ্কা দেখা দিয়েছে দেশটিতে।

সিঙ্গাপুর এয়ারলাইনস এক বিবৃতিতে রয়টার্সকে জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ইরানের আকাশসীমার ব্যবহার বন্ধ করেছে তারা। নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা বিকল্প রুট ব্যবহার করছে।

ফ্লাইট রাডার ২৪-এর তথ্য মতে, তাইওয়ানের ইভা এয়ার ও চায়না এয়ারলাইনসকে শুক্রবার আমস্টারডাম যাওয়ার পথে ইরানের আকাশসীমা এড়িয়ে যেতে দেখা গেছে। এয়ারলাইনস দুটি আগে ইরানের আকাশসীমা ব্যবহার করত।

তবে রুট পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে সাড়া দেয়নি এয়ারলাইনস দুটি।

গত এপ্রিলে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। তার পর থেকেই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় এয়ারলাইনসসহ অনেক এয়ারলাইনস ইরানের আকাশসীমা ব্যবহার বন্ধ করে দিয়েছে।

ফ্লাইট রাডার ২৪-এর তথ্য অনুসারে, শুক্রবার ভোরে লন্ডনের হিথ্রোতে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটটি তুর্কমেনিস্তান ও আজারবাইজানের মধ্য দিয়ে ইরানের উত্তর দিকে গিয়েছিল।

যদিও আগে তারা ইরানের আকাশসীমা দিয়েই ওই গন্তব্যে যেত।তবে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের ক্যারিয়ার ইতিহাদ, এমিরেটস, ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ, তুর্কি এয়ারলাইনসসহ অনেক এয়ারলাইনস ইরানের আকাশসীমা ব্যবহার করেছিল।

গত দুই দিনে এয়ার ইন্ডিয়া, জার্মানির লুফথানসা গ্রুপ, ইউএস ক্যারিয়ার ইউনাইটেড এয়ারলাইনিস, ডেল্টা এয়ার  ও ইতালির আইটিএ এয়ারওয়েজ তেল আবিবের ফ্লাইট স্থগিত করেছে। সামরিক তৎপরতায় বিমান চলাচলে ঝুঁকির সম্ভাবনায় কানাডা বৃহস্পতিবার থেকে কানাডার বিমানকে এক মাসের জন্য লেবাননের আকাশসীমা এড়াতে নির্দেশ দিয়েছে।

এ ছাড়া এক মাস ধরে লেবাননের আকাশসীমায় বিমানবিধ্বংসী অস্ত্র ও সামরিক তৎপরতার সম্ভাব্য ঝুঁকির বিষয়ে পাইলটদের পরামর্শ দিয়েছে ব্রিটেন।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com