ফ্লাইট রাডার ২৪-এর তথ্য মতে, তাইওয়ানের ইভা এয়ার ও চায়না এয়ারলাইনসকে শুক্রবার আমস্টারডাম যাওয়ার পথে ইরানের আকাশসীমা এড়িয়ে যেতে দেখা গেছে। এয়ারলাইনস দুটি আগে ইরানের আকাশসীমা ব্যবহার করত।
গত এপ্রিলে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। তার পর থেকেই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় এয়ারলাইনসসহ অনেক এয়ারলাইনস ইরানের আকাশসীমা ব্যবহার বন্ধ করে দিয়েছে।
ফ্লাইট রাডার ২৪-এর তথ্য অনুসারে, শুক্রবার ভোরে লন্ডনের হিথ্রোতে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটটি তুর্কমেনিস্তান ও আজারবাইজানের মধ্য দিয়ে ইরানের উত্তর দিকে গিয়েছিল।
গত দুই দিনে এয়ার ইন্ডিয়া, জার্মানির লুফথানসা গ্রুপ, ইউএস ক্যারিয়ার ইউনাইটেড এয়ারলাইনিস, ডেল্টা এয়ার ও ইতালির আইটিএ এয়ারওয়েজ তেল আবিবের ফ্লাইট স্থগিত করেছে। সামরিক তৎপরতায় বিমান চলাচলে ঝুঁকির সম্ভাবনায় কানাডা বৃহস্পতিবার থেকে কানাডার বিমানকে এক মাসের জন্য লেবাননের আকাশসীমা এড়াতে নির্দেশ দিয়েছে।
এ ছাড়া এক মাস ধরে লেবাননের আকাশসীমায় বিমানবিধ্বংসী অস্ত্র ও সামরিক তৎপরতার সম্ভাব্য ঝুঁকির বিষয়ে পাইলটদের পরামর্শ দিয়েছে ব্রিটেন।