ইমিগ্রেশন ভিসা জার্মানী

বর্তমান যে কয়টি দেশ উন্নতির শিখরে অবস্থান করছে তার মধ্যে জার্মানী অন্যতম। বিজ্ঞান ও প্রযুক্তিতে জার্মান জাতি  মাথা উচু করে দাড়িয়ে আছে। আর সারা বিশে^র অসংখ্য মানুষ উন্নত জীবনের লক্ষ্যে আজ জার্মানীতে পাড়ি দিচ্ছে।

জার্মানিতে যেতে আগ্রহী ব্যক্তিকে তার নিজ দেশের জার্মান এম্বাসিতে ভিসার আবেদন করতে হয়। ভিসার আবদেনপত্র জার্মান এম্বাসি থেকে সংগ্রহ করতে হবে।

দূতাবাস কর্তৃপক্ষ ভিসার ক্যাটাগরি অনুযায়ী যাচাই বাছাই করার জন্য সে দেশের নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। যদি রেসিডেন্ট পারমিট এর জন্য আবেদন করেন তাহলে দূতাবাস কর্তৃপক্ষ আপনার আবেদন সেদেশের ইমিগ্রেশন দপ্তরে পাঠিয়ে দেবেন। ইমিগ্রেশন দপ্তর স্থানীয় কর্মসংস্থান দপ্তরের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে।

যদি কর্তৃপক্ষ আবেদনপত্রটি অনুমোদন করেন তাহলে দূতাবাস কর্তৃপক্ষ প্রার্থীকে ভিসা প্রদান করবেন। রেসিডেন্স পারমিট, এনরোলমেন্ট ভিসা, স্থায়ীভাবে বসবাস এবং কর্মসংস্থানের জন্য যেসব কাগজপত্রের প্রয়োজন।

১। যথাযথভাবে পূরনকৃত ২টি আবেদন ফরম এবং প্রয়োজনীয় লেটার ও অনুলিপি
২। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩। ভিসা ফি
৪। এনরোলমেন্ট কনট্রাক্ট অথবা লেটার অব ইটেন্ট।

যোগাযোগ করবেন

কনস্যুলার সার্ভিস এন্ড ভিসা ইনফরমেশন জার্মানী এ্যামবাসি
১৭৮, গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা।

ফোন- ৯৮৫৩৫২১ এক্সটেনশন-১৫৩।

উক্ত নম্বরে অবশ্যই এ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে।
সময়- দুপুর: ১.১৫ থেকে ৩টা পর্যন্ত।

নির্ধারিত ভিসা ফি: ৩০ ইউরো।

ভিসা সম্পর্কে আরো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ।

জার্মান কালচারাল ইনষ্টিটিউট

২৩, ধানমন্ডি আ/এ, রোড নং- ২, ঢাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: