ইতালির ভিসা আবেদেনে পাসপোর্টের সত্যায়িত অনুলিপি আবশ্যক নয় । ঢাকার ইতালি দূতাবাস জরুরি এক ঘোষণা জানিয়েছে, পারিবারিক পুনর্মিলন বা ইতালির অন্য যেকোনো ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য পাসপোর্টে দূতাবাসের ভিসা সেকশন বা ভিএফএসের সংশ্লিষ্ট ইতালিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের কোনো অনুমোদিত বা সত্যায়িত অনুলিপি অপরিহার্য বা আবশ্যক নয়, এ রকম নিয়ম আগেও ছিল না।
ঢাকা নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিটা গতকাল বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ইতালি দূতাবাস সব সময় ভিসা আবেদনকারীকে এ সংক্রান্ত নানা ধরনের ভুল তথ্য ও সম্ভাব্য জালিয়াতির বিষয়ে সচেতন হতে পরামর্শ দেয়।
ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কেবল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট লিংক-vistoperitalia.esteri.it এবং visa.vfsglobal.com এর ওপর নির্ভর হওয়ার আহ্বান জানানো হয়েছে।