ইতালির ইমিগ্রেশন ভিসা

ইতালির সরকার ইতালিতে কর্মরত লক্ষাধিক অবৈধ অধিবাসির কথা বিবেচনা করে অধিবাসি আইনের কিছু পরিবর্তন এনেছে। পাশাপাশি ২০১২ সালের বাদ পড়ে যাওয়া বৈধ হওয়ার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে।

এছাড়া রেসিডেন্স পারমিটের সময় বৃদ্ধি করা হয়েছে। আবেদনের পর এবং সরকারি কোষাগারে ১০০০ ইউরো জমা দেওয়ার পর যদি কোন কারনে প্রতিষ্ঠান দেউলিয়া হয়, সেক্ষেত্রে নতুন প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে নতুনভাবে নিয়োগপত্র সই করলেই ওয়াক পারমিট দেওয়া হবে।

জন্মসূত্রে নাগরিকত্ব:
যেই ইতালিতে জন্মগ্রহন করবে সেই ইতালির নাগরিক বলে বিবেচিত হবে। এছাড়া ইতালির অধিবাসিদের সন্তানদের এখানে ফ্রি পড়াশোনার সুযোগ দেওয়া হয়।

ইতালির দূতাবাসের ঠিকানা:

প্লট- ২/৩, রোড- ৭৪/৭৬
গুলশান, ঢাকা
ফোন- ০২৮৮২২৭৮১
দূতাবাস খোলা থাকে: সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত(রোববার থেকে বৃহঃবার)ইমিগ্রেশন ভিসা
ইতালির ইমিগ্রেশন ভিসা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: