দালাল চক্রের কারণে ইতালিতে বসবাসরত যেসব বাংলাদেশির ভিসা আটকে দেয়া হয়েছিল, তাদের পুনরায় ভিসা দিতে সম্মত হয়েছে দেশটির সরকার। গত কয়েক মাসের এই ভোগান্তির জন্য ভুয়া দালালদের দায়ী করছেন প্রবাসীরা।
জীবনযাত্রার মানোন্নয়নের আশায় অনেক বাংলাদেশি পাড়ি জমান ইতালিতে। তবে, বৈধ উপায়ে ইতালিতে যাওয়ার সুযোগ পান না অনেকেই। বেছে নেন অবৈধ পথ। অনেকেই নিজের সর্বস্ব তুলে দেন দালালদের হাতে।
এই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ভিসার অনুমতিপত্র বাংলাদেশিদের হাতে ধরিয়ে দিয়ে এসব অর্থ হাতিয়ে নেয় তারা।
এমন অবস্থায় ভুয়া ভিসা রোধ করতে ঢাকায় ইতালীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেয়া স্থগিত করে। পাসপোর্ট ফেরত দেয়ার সিদ্ধান্তও জানায় তারা।
এ ঘটনার পর রোম দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভিসা দেয়ার আশ্বাস দেয় ইতালি সরকার।
ভিসা কার্যক্রম তদারকিতে দুজন কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক।
ইতালির শ্রমিক সংকট নিরসনে মেলোনি সরকার ২০২৩-২৫ সালে তিন বছর মেয়াদের স্পন্সর ভিসা দেয়ার জন্য আইন অনুমোদন করে। ওই আইনে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক আসবে ইতালিতে। ২০২৫ সালের কোটায় এক লাখ ৮১ হাজার শ্রমিক আনার প্রক্রিয়া চলছে। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত প্রাক-আবেদন ফরম পূরণ করা যাবে। আর এই আবেদনগুলোর ‘ক্লিক ডে’ অনুষ্ঠিত হবে আগামী বছরের ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি।
Like this:
Like Loading...