শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

ইতালিতে চ্যাটজিপিটি নিষিদ্ধ ঘোষণা

  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের কারণ দেখিয়ে প্রথম পশ্চিমা দেশ হিসেবে চ্যাটজিপিটির ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে ইতালি। 

দেশটির ডেটা প্রোটেকশন অথরিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপ ওপেনএআইয়ের তৈরি ও মাইক্রোসফটের পৃষ্ঠপোষকতায় চালিত অত্যাধুনিক এই প্ল্যাটফর্মটি ব্যবহারের ক্ষেত্রে প্রাইভেসি সংক্রান্ত অনেক বিষয়েই ধোঁয়াশা রয়েছে। তাই অবিলম্বে দেশটিতে এটি নিষিদ্ধ ঘোষণা করে, এ বিষয়ে তদন্ত শুরু করা হবে। খবর বিবিসির।

গত বছরের নভেম্বরে চালুর কয়েকদিনের মধ্যেই চ্যাটজিপিটির ব্যবহারকারী কয়েক মিলিয়নে পৌঁছায়। ইতালিয়ান ডেটা প্রোটেকশন অথরিটির পক্ষ থেকে বলা হয়েছে, প্ল্যাটফর্মটির তথ্য ব্যবহারের ক্ষেত্রে ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন’ (জিডিপিআর) এর নিয়ম মানছে কি-না সে বিষয়ে তদন্ত করা হবে।

জিডিপিআর মূলত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত দেশগুলোতে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও সঠিক ব্যবহারের বিষয়টি তদারকি করে থাকে। গত ২০ মার্চ ওয়াচডগ গ্রুপটি চ্যাটজিপিটি প্ল্যাটফর্মকর্তৃক ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন ও আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্যে প্রবেশের অভিযোগ করে।

সংস্থাটি বলছে, চ্যাটজিপিটি নিজেদের প্ল্যাটফর্মের ট্রেনিং এর নামে মানুষের যে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে, সেটির আইনগত কোনো ভিত্তি নেই। এছাড়াও প্ল্যাটফর্মটি ব্যবহারের ক্ষেত্রে বয়সের ব্যাপারটি বিবেচনা না করায় চ্যাটবটটি অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর জন্য সামঞ্জস্যপূর্ণ নয় এমন তথ্যও আউটপুট হিসেবে প্রদান করে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট প্রযুক্তি চ্যাটজিপিটি কবিতা থেকে শুরু করে গল্প লেখা, বিজ্ঞানের জটিল সব বিষয়ের সহজ ব্যাখ্যা প্রদানসহ নির্দিষ্ট বিষয়ে সুসজ্জিত অনুচ্ছেদ তৈরি করতে পারে। এছাড়াও প্ল্যাটফর্মটির নতুন ভার্সন জিপিটি-৪ কোডিং, ওয়েবসাইট তৈরি কিংবা গ্রাফিক্স ডিজাইনের মতো জটিল সব কাজ সহজে করতে সক্ষম।

প্ল্যাটফর্মটি সক্ষমতা আন্দাজ করতে পেরে ইতোমধ্যেই প্রযুক্তি জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট এতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। একইসঙ্গে গতমাসে কোম্পানিটির সার্চ ইঞ্জিন ‘বিং’ এ ওপেনএআইয়ের চ্যাটবট সুবিধা যুক্ত করা হয়েছে। খুব শীঘ্রই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও আউটলুকে এই চ্যাটবট সুবিধা যুক্ত করা হবে।

তবে চ্যাটজিপিটি মূলত একচেটিয়াভাবে ওয়েবে থাকা তথ্যগুলোকে সন্নিবেশিত করে নির্দিষ্ট বিষয়ে ফলাফল দিয়ে থাকে। এক্ষেত্রে ভুল কিংবা পক্ষপাতদুষ্ট তথ্য প্রদানের সম্ভবনা অনেক বেড়ে যায়।

এছাড়া, সাম্প্রতিক সময়ে এআইয়ে অভূতপূর্ব উন্নতির ফলে বহু মানুষের চাকরি হারানোর শঙ্কাও দেক্লহা দিয়েছে। ওপেনএআইয়ের করা গবেষণা অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে প্রায় ৮০ ভাগ চাকরিজীবীর অন্তত ১০ ভাগ কাজ জিপিটি দখল করতে পারে। এমনকি, ক্ষেত্রবিশেষে ১৯ ভাগ চাকরিজীবীর প্রায় ৫০ ভাগ কাজ প্রযুক্তিটির আয়ত্তে চলে যেতে পারে।

তবে মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করা গুগলের প্ল্যাটফর্ম ‘বার্ড’ এ ব্যবহারকারীর বয়সের ব্যাপারটিকে বিবেচনায় আনা হয়েছে। আপাতত শুধু প্রাপ্তবয়স্করাই গুগলের এ চ্যাটবটটি ব্যবহার করতে পারছেন।

ইতালিয়ান ডেটা প্রোটেকশন অথরিটি আগামী ২০ দিনের মধ্যে ওপেন এআইয়ের কাছে ওয়াচডগ গ্রুপের করা অভিযোগগুলোর জবাব চেয়েছে। এক্ষেত্রে উপযুক্ত জবাব না পেলে প্লাটফর্মটিকে ২০ মিলিয়ন ডলার অথবা মোট আয়ের ৪ শতাংশ পরিমাণ জরিমানা করার কথাও বলা হয়েছে।

অন্যদিকে, আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন বিবিসিকে জানায়, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় ইতালিয়ান ডেটা প্রোটেকশন অথরিটির গৃহীত পদক্ষেপগুলো তারাও গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে চ্যাটজিপিটির ব্যাপারে সিদ্ধান্ত নিতে তারা ইইউয়ের অন্য ডেটা প্রোটেকশন অথরিটির সঙ্গেও সমন্বয় করবে বলে জানান গেছে।

এ সম্পর্কে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনারের অফিস বিবিসিকে বলে, “আমরা এআইয়ের সাম্প্রতিক অগ্রগতিকে সমর্থন জানাই। কিন্তু ডেটা প্রোটেকশন আইন লঙ্ঘনের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবেনা।”

ইন্টারনেটে তথ্যের নিরাপত্তা নিয়ে কাজ করা কোম্পানি সিকিউরিটি স্কোরকার্ডের বিশেষজ্ঞ ড্যান মরগ্যান বলেন, “প্রযুক্তি কোম্পানিগুলোর ইউরোপে ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। এটি না মেনে ব্যবসা পরিচালনা করার কোনো সুযোগ নেই।”

এদিকে, ইতালির আগেই নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষাকে কারণ হিসেবে দেখিয়ে চীন, ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়া চ্যাটজিপিটির ব্যবহার নিষিদ্ধ করেছে। ইতালির এ নিষিদ্ধের ব্যাপারে বিবিসির পক্ষ থেকে ওপেনএআইয়ের কাছে জানতে চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com