রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের আশা ভঙ্গ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

ইউরোপের বাইরের দেশগুলো থেকে আসা অভিবাসন প্রত্যাশীদেরকে ‘স্টে পারমিট’ বা নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাসের অনুমতি দেওয়ার সংখ্যা কমেছে ইতালিতে৷ সেইসঙ্গে কমেছে সুরক্ষার জন্য আশ্রয় দেওয়ার সংখ্যাও

ইতালির সরকারের পরিসংখ্যান বিভাগের সর্বশেষ ডেটা অনুযায়ী, ২০২৩ সালে ইউরোপের বাইরে থেকে আসা অভিবাসনপ্রত্যাশীদেরকে দেওয়া স্টে পারমিটের সংখ্যা তার আগের বছরের তুলনায় কমেছে৷ গত ৩ অক্টোবর এই তথ্য প্রকাশ করে সরকার৷এই সময়ে আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষার সুবিধার আওতায় দেওয়া আশ্রয়প্রার্থীদের বসবাসের অনুমতির সংখ্যাও কমেছে৷

সরকারের পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ইতালি সরকার মোট তিন লাখ ৩০ হাজার ৭৩০টি স্টে পারমিট দিয়েছে৷ এই সংখ্যা ২০২২ সারের তুলনায় ২৪ ভাগ কম৷

২০২৩ সালে অভিবাসীদের জন্য দেওয়া ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি দেওয়ার সংখ্যাও কমেছে৷ সে বছর কাজের উদ্দেশে মোট ৩৯ হাজার স্টে পারমিট প্রদান করা হয়৷ এই সংখ্যা তার আগের বছরের তুলনায় ৪২ ভাগ কম৷

দেশটিতে ২০২৩ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউরোপের বাইরের দেশ থেকে আসা মোট ৩৬ লাখ ব্যক্তি স্টে পারমিট নিয়ে অবস্থান করছিলেন৷ স্টে পারমিট পাওয়ার তালিকার শীর্ষে রয়েছেন ইউক্রেনের নাগরিকেরা৷ দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে আলবানিয়া ও মরক্কোর নাগরিকেরা৷

বিদেশি শিক্ষার্থীদেরকে দেওয়া স্টে পারমিটের সংখ্যা ২০২২ সালের তুলনায় নয় দশমিক চার ভাগ বেড়েছে৷ সে বছর দেওয়া মোট স্টে পারমিটের মধ্যে আট দশমিক তিন ভাগ ছিল শিক্ষার্থী৷ দেশটিতে ২০২৩ সালে পড়তে আসা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল ইরানের নাগরিক৷ মধ্যপ্রাচ্যের ওই দেশটির থেকে মোট চার হাজার ২০৯ জন শিক্ষার্থী ইতালিতে ওই বছর পড়াশোনা শুরু করেছেন৷ তার পরের অবস্থানে রয়েছে চীন, তিন হাজার ৭৭৯ জন৷ তৃতীয় অবস্থানে তুরস্ক৷ দুই হাজার ৭৪ জন এসেছেন এই দেশটি থেকে৷ এরপরের অবস্থানে থাকা ভারত থেকে এক হাজার ৭৮৫ জন, রাশিয়া থেকে এক হাজার ২৪১ জন এবং যুক্তরাষ্ট্র থেকে এসেছেন এক হাজার ৯১জন৷

শিক্ষার্থীদের দেওয়া স্টে পারমিটের শতকরা ৫৪ দশমিক তিন ভাগ নারী, যাদের বেশিরভাগই রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নাগরিক৷ ওই বছর ইতালিতে পড়তে ভারত ও পাকিস্তান থেকে সবচেয়ে কম সংখ্যক নারী শিক্ষার্থী এসেছিলেন।

সূত্র: ইনফো মাইগ্রেন্টস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com