বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

ইউরোপ নাকি ছবিতেই সুন্দর

  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
ইউরোপ নাকি ছবিতেই সুন্দর। বাস্তবতা অনেক কঠিন। আবার এক পক্ষ দাবি করে ইউরোপ যেমন সুন্দর, জীবন ও একিই রকম সুন্দর। কোনটা সঠিক আসলে?
ইউরোপ আসলে এক জনের জন্য এক রকম। তবে প্রথমদিকে এসে আপনার কাছে সব এলোমেলো লাগবে, অনেকে ডিপ্রেশনে পড়ে যায়, একাকিত্ব ঘিরে ধরে, অনেকে জব পায় না। জব পেলেও ঠিকমতো সেভিংস হচ্ছে না ইত্যাদি। এমতবস্থায় ইউরোপ আপনার কাছে ছবির মতো সুন্দর কখনোই হবে না। আপনি যখন ইউরোপে আসবেন, আপনার ১/২ বছর স্ট্রাগলিং পিরিয়ডে থাকবেন। আপনি ভাষা জানেন না, পার্মানেন্ট কোন চাকরি নাই, ফ্যামেলি নাই। আপনার কাছে সবকিছু ফিকে লাগবে। কিন্তু এটা টেম্পরাল।
আপনি একবার ইউরোপ চলে আসলে একটা সময় আপনার ফুল টাইম জব হবে। গাড়ি হবে,বাড়ি হবে, সিটিজেনশিপ হবে। সবারিই হয়। আপনারো হবে। তখন ইউরোপ ছবির মত সুন্দর।তখন আপনার পরিবার হবে, স্ত্রী,সন্তান, বাড়ি,গাড়ি, বিদেশী সিটিজেনশিপ। আর কি লাগে আপনার?
আপনি ইউরোপ আসা মাত্র এই সবকিছু হুট করে পেয়ে যাবেন না। কাড়ি কাড়ি টাকা হুট করে এসে আয় করতে পারবেন না। আসা মাত্র আপনার পাশে আপনার পরিবারকে পাবেন না। অপেক্ষা করেন। দেখবেন আপনার পরিবার হয়ে গেছে এখানে।
ইউরোপে পরিবার পাশে থাকলে ইউরোপ ছবির মতোই সুন্দর।
আর টাকা? ইউরোপে সবাই টাকা কামায়। রিল্যাক্স! এখানে কারো থেকে কেউ কম না।
সবার জন্য শুভকামনা, নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com