1. [email protected] : চলো যাই : cholojaai.net
ইউরোপে বুক ট্রাভেলিং নিয়ে গল্প-আড্ডায় ‘অকারণে’
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

ইউরোপে বুক ট্রাভেলিং নিয়ে গল্প-আড্ডায় ‘অকারণে’

  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ইউরোপের আটটি দেশে বুক ট্রাভেলিং নিয়ে গল্প-আড্ডায় গুঞ্জরিত হলো ‘অকারণে’। বইভিত্তিক সংগঠনটির প্রতিষ্ঠাতা অয়ন তরফদার শোনালেন সদ্য সেরে আসা ইউরোপের ৮টি দেশে বই ভ্রমণের গল্প।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রের মাইলস্টোন হলে হলো এই আয়োজন।

ব্যক্তিগত জীবনে অয়ন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত তবে পরিচয়ে একজন বুক ট্রাভেলার— বইকে কেন্দ্র করেই যিনি ভ্রমণ করতে ভালোবাসেন। সম্প্রতি তিনি বই ভ্রমণ করে এসেছেন সুইডেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইতালি, ভ্যাটিকান সিটি, অস্ট্রিয়া আর জার্মানি থেকে।

গতকাল এই ভ্রমণ নিয়ে ছিল একটি আড্ডা, যেখানে তিনি শোনালেন আট দেশের আটটি গল্প। সাথে ছিল বই ভ্রমণের প্রস্তুতি আর বইয়ের ইকোসিস্টেমের বোঝাপড়া। গুঞ্জরণের শুরুটা হলো ‘দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু’-এর লেখক স্টিগ লারসনের জীবনের অজানা অধ্যায় দিয়ে। সেখান থেকে হার্জ মিউজিয়ামে ঘুরে টিনটিনের রাস্তা ধরে মোনালিসা থেকে গল্প গড়ায় অনিন্দ্য সুন্দর পাঠাগারে। আর গল্পের সান্নিধ্যে মিশে রইলেন লিওনার্দো ভিঞ্চি, রাফায়েল, মাইকেলেঞ্জেলো, বার্নিনি, ফ্রান্সিস্কো মোচি, কীটস, শেলি আর মোৎজার্টের মতো দিকপালরা

অয়ন তরফদারের মতে, বই ভ্রমণের আসল সৌন্দর্য প্রস্তুতি আর মনোযোগে। কীভাবে প্রতিটি শহরকে সাহিত্য আর শিল্পের দৃষ্টিতে দেখা যায়, সেই অভিজ্ঞতাই তিনি ভাগ করেছেন বইপ্রেমী লেখক-পাঠক আর নবীন বুক ট্রাভেলারদের সঙ্গে।

এর আগে, এশিয়া ও ইউরোপের বেশ কিছু দেশে বুক ট্রাভেল করে এসেছেন ‘অকারণে’র প্রতিষ্ঠাতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com