উন্নত জীবনের আসায় অনুন্নত বা উন্নয়নশীল দেশের অভিবাসীরা বিভিন্ন মাধ্যমে ইউরোপের দেশগুলোতে প্রবেশ করে থাকেন । তাদের সকলের একটাই উদ্দেশ্য স্থায়ীভাবে বসবাস করা । আর সে ক্ষেত্রে অভিবাসী হিসেবে আশ্রয় আবেদন সবচেয়ে গুরুত্বপূর্ণ ।
আমাদের এশিয়ার দেশসমূহ থেকে আগত অভিবাসীরা আশ্রয়ের আবেদনে কথায় কথায় অর্থনৈতিক সমস্যার ব্যাপারে বলেন।(আমি গরীব,নিঃস্ব,ঘর নেই,খাবার নেই ইত্যাদি) ।
আমাদের মত দেশের ব্যক্তিদের জন্য অর্থনৈতিক সমস্যাকে আশ্রয় পাওয়ার হাতিয়ার বানালে নির্ঘাত ভুল করবেন। ফ্রান্স বা যেকোন ইউরোপীয় ইউনিয়নের দেশ আমাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যাকে বিবেচনায় না নেওয়ার সম্ভাবনা বেশি।
এ-সকল দেশ থেকে ইউরোপীয় দেশে একজন অভিবাসী বা শরনার্থী হিসেবে আপনার আশ্রয় পাওয়ার জন্য বাস্তব সত্য কোন সমস্যা এবং সেটার সঠিক রেফারেন্সের মাধ্যমে উপস্থাপন করে আশ্রয় পাওয়ার আবেদন করতে পারেন।এক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোকে আমলে নিনঃ
☆-রাজনৈতিক হামলা-মামলার স্বীকার(সঠিক রেফারেন্সঃ হামলার তথ্য,ভিডিও, মামলার কাগজ, হামলার ছবি , পত্রিকার নিউজ কাটিং প্রভৃতি থাকা প্রয়োজন )।
☆-ঘূর্ণিঝড়,বন্যা কিংবা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হলে(সঠিক রেফারেন্স,ভিডিও ক্লিপ, ছবি ইত্যাদি লাগবে)
☆-শারীরিক অসুস্থ হয়ে থাকলে উপযুক্ত ডাক্তারি প্রমানাদি সহ উপস্থাপন করতে পারেন।
☆-বংশগত শত্রুতা বা প্রেম-ভালোবাসা নিয়ে সামাজিক সমস্যা(তথ্য-প্রমানাদিসহ)।
☆-আপনার পরিবার যেকোন ধরনের সন্ত্রাসী হামলার শিকার হয়ে থাকলে(রেফারেন্স উল্লেখযোগ্য )
☆-যেকোন ধরনের মিথ্যা মামলায় ফেঁসে থাকলে(রেফারেন্স উল্লেখযোগ্য)
-☆ভূমিদস্যু বা জমি-জমা নিয়ে বিরোধীদের জেরে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে(রেফারেন্স লাগবে)।
☆-নিজ ধর্ম নিয়ে অবহেলার শিকার বা আক্রমণের শিকার হয়ে থাকলে(রেফারেন্স উল্লেখযোগ্য)।
☆-সামাজিকভাবে যুক্তিগত ঋণেগ্রস্থ বা দেউলিয়া হয়ে থাকলে(রেফারেন্স উল্লেখযোগ্য)।
☆-সামাজিব ভাবে সমাজে বা দেশে আপনার জীবন-যাপনে সমস্যা হয়ে থাকলে(রেফারেন্স উল্লেখযোগ্য)।
☆-আপনি জন্মপরিচয়হীন বা এতিম হলে(রেফারেন্স উল্লেখযোগ্য)।
☆-পারিবারিক কলহ অথবা পারিবারিক ভাবে সমস্যা থাকলে(রেফারেন্স উল্লেখযোগ্য)।
উপরোক্ত যেকোন বিষয় যদি আপনার বাস্তবতার সাথে মিলে যায়. তাহলে উপযুক্ত তথ্য-প্রমাণাদি সহ সে বিষয়ের উপর সাবলীল ভাবে নির্ভয়ে আশ্রয়য়ের জন্য আবেদন করুন।মনে রাখবেন আপনার মনোবল এবং বাস্তবতাই আপনাকে সাফল্য এনে দিবে।
athensbd/রাফি