মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের নতুন রেকর্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

‘ইইউ প্লাস হিসেবে পরিচিত দেশগুলোতে ২০২৪ সালে আশ্রয় আবেদনে বাংলাদেশ রেকর্ড গড়েছে। সোমবার (৩ মার্চ) ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।

ইইউএএ জানায়, ২০২৪ সালে প্রাপ্ত মোট আবেদনগুলোর প্রায় অর্ধেক (৪৮ শতাংশ) আসে এমন নাগরিকদের কাছ থেকে, যাদের স্বীকৃতির হার কম (২০ শতাংশ বা তারও কম)। এই গোষ্ঠীর মধ্যে বাংলাদেশের, মরক্কোর ও তিউনিসিয়ার নাগরিকরা অন্তর্ভুক্ত।

পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেন ৪৩ হাজার ২৩৬ বাংলাদেশি। এর মধ্যে জানুয়ারি থেকে জুনের মধ্যে আবেদন করেন ২৩ হাজার ৩ জন। জুলাই থেকে ডিসেম্বর সময়ের মধ্যে আবেদন করেন ২০ হাজার ২৩৩ জন।

ইইউ প্লাসে মোট আবেদনের ৪ শতাংশ ছিল বাংলাদেশি আবেদনকারীদের। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি আবেদন পড়ে সিরিয়া থেকে। মোট আবেদনের ১৫ শতাংশই করেন সিরীয় নাগরিকেরা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। আবেদনকারীদের মধ্যে ৯ শতাংশই এই দেশের।

২০২৪ সালে ইইউ প্লাসের দেশগুলোতে ১০ লাখ ১৪ হাজার আশ্রয় আবেদন জমা পড়ে। এক্ষেত্রে আশ্রয় আবেদন ১১ শতাংশ কমেছে। বিশেষ করে সিরীয়, আফগান এবং তুর্কি নাগরিকদের আবেদন উল্লেখযোগ্যভাবে কমেছে।

২০২৪ সালে ইউরোপে বাংলাদেশিদের কাছে পছন্দের তালিকায় শীর্ষে ছিল ইতালি।  এরপর ছিল ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, জার্মানিসহ অন্যান্য দেশ।  বাংলাদেশ থেকে ২০২৩ সালে ৪০ হাজার ৩৩২, ২০২২ সালে ৩৩ হাজার ৭৩১, ২০২১ সালে ১৯ হাজার ৯৯৪, ২০২০ সালে ১১ হাজার ২৬৯, ২০১৯ সালে ১৪ হাজার ৩৭৫, ২০১৮ সালে ১৩ হাজার ৩৪০, ২০১৭ সালে ১৯ হাজার ১২৮টি আবেদন জমা পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com