নরওয়েতে খুলল ইউরোপের প্রথম সমুদ্রের নীচের রেস্তরাঁ। রেস্তরাঁর নাম রাখা হয়েছে ‘আন্ডার’। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই রেস্তরাঁর একটি ভিডিয়ো। ইতিমধ্যেই যা ভাইরাল হয়েছে।
নরওয়ের উত্তর উপকূলে তৈরি হয়েছে ‘আন্ডার’। বাইরে থেকে রেস্তরাঁর একটা লম্বা ঘরের মতো অংশই শুধুদেখাযায়।জলের প্রায় ১৫ ফুট নীচে অবস্থিত এই রেস্তরাঁয় পৌঁছতে গেলে কাঠের সিঁড়ি দিয়ে নামতে হবে। দরজা ঠেলে সিঁড়ি দিয়ে নীচে নামলেই আপনার সামনে হাজির সমুদ্র। জানালার কাচের ও-পারে দেখা দিয়ে যাবে একের পর এক মাছ ও অন্য সামুদ্রিক প্রাণী। তবে মলদ্বীপ বা দুবাইয়ের মতো এখানে হাঙরের দেখা মিলবে না।
জলের তলায় রেস্তোরাঁর ভেতরেই রয়েছে রান্নাঘর। সেখানে প্রতিদিন ১৬ থেকে ১৮ রকমের পদ রান্না হয়।আর এই পদগুলি উপভোগ করতে মাথা পিছু আপনার খরচ পড়বে প্রায় সাড়ে ২২শো ক্রোনার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৮ হাজার টাকা।