1. [email protected] : চলো যাই : cholojaai.net
ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের চাপ আর নিতে পারছে না লিবিয়া
সোমবার, ১২ মে ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাতারের কাছ থেকে বিলাসবহুল উড়োজাহাজ নিতে যাচ্ছেন ট্রাম্প: মার্কিন গণমাধ্যম হঠাৎ থমকে গেল ‘লন্ডন আই’, নাগরদোলায় আটকে পড়েন পর্যটকেরা! ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে চীনের তরুণদের মাঝে সাড়া ফেলেছে দায়িত্ববিহীন ‘বন্ধুত্বের বিয়ে’ চেহারায় পরিবর্তন আনতে গিয়ে বিপর্যস্ত অস্ট্রেলীয় টিকটকারের জীবন কানাডায় পার্মানেন্ট রেসিডেন্ট হতে যা করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ট্রাম্প অভিবাসীদেরকে অপরাধী বানিয়ে ফেলছেন সিঙ্গাপুর: এক বিস্ময়কর নগরী ও তার সফলতার চারটি গোপন রহস্য যুক্তরাষ্ট্রে কার্ড ব্যবহারে দেখাতে হবে পরিচয়পত্র ক্লাবে নাচতে নাচতে ঢলে পড়েন প্রবাসী বাংলাদেশি, কিছুক্ষণ পরে মৃত্যু

ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের চাপ আর নিতে পারছে না লিবিয়া

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় প্রতি পাঁচ জন বিদেশি নাগরিকের মধ্যে চার জনই নথিহীন৷ উন্নত জীবনের খোঁজে ইউরোপের বিভিন্ন দেশের পৌঁছানোর চেষ্টায় দেশটিতে জড়ো হয়েছেন তারা৷

ইউরোপমুখী এসব অভিবাসনপ্রত্যাশীদের আর দেশটিতে রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে লিবিয়া সরকার৷ অভিবাসন পরিস্থিতি ‘অগ্রহণযোগ্য’ বলেও উল্লেখ করেছে দেশটি৷

ইটালি থেকে তিনশ কিলোমিটার বা ১৮৫ মাইল দূরের দেশ লিবিয়া৷ ফলে ইউরোপে উন্নত জীবনের আশায় সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশীদের কাছে লিবিয়া হয়ে উঠেছে প্রধানতম ট্রানজিট পয়েন্ট৷

এদিকে, অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে৷ এমন পরিস্থিতিতে, অনেক অভিবাসনপ্রত্যাশীদের পক্ষে ভূমধ্যসাগর পাড়ি দেয়া কঠিন হয়ে উঠেছে৷ ফলে, তাদের অনেকেই আটকা পড়েছেন লিবিয়ায়৷

১০ জুলাই যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার ত্রিপোলিভিত্তিক প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী ইমাদ ট্রাবেলসি বলেছেন, ‘‘বর্তমানে লিবিয়ায় আনুমানিক ২৫ লাখ বিদেশি রয়েছেন৷’’

সংবাদ সম্মেলনে এসে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এদের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ অনিয়মিতভাবে দেশটিতে বসবাস করছেন৷

‘‘অভিবাসন ইস্যুটি আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত’’ জানিয়ে ট্রাবেলসি বলেন, ‘‘এই সমস্যাটি সমাধানের সময় এসেছে৷’’

তিনি বলেন, ‘‘লিবিয়া এটি আর টানতে পারছে না, আর মূল্যও দিতে পারছে না৷’’

অভিবাসনপ্রত্যাশীদের কাছে লিবিয়া একটি ট্রানজিট দেশের বদলে স্থায়ী বসবাসের দেশ হয়ে উঠছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাবেলসি৷ তিনি বলেন, অনিয়মিত অভিবাসীরা ‘‘আমাদের কোনো করও দিচ্ছেন না৷’’

তাই, ‘‘লিবিয়ায় অভিবাসীদের পুনর্বাসন অগ্রহণযোগ্য’’ বলে জানিয়ে দিয়েছেন তিনি৷

২০১১ সালে দীর্ঘ দিনের স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফির পতনের পর বহু বছর ধরে চলা যুদ্ধ এবং বিশৃঙ্খলা থেকে এখনও উঠে দাঁড়াতে পারেনি লিবিয়া৷ অস্থিতিশীলতা সুযোগ নিয়ে দেশটিতে আধিপত্য বিস্তার করেছে চোরাকারবারি এবং মানবপাচারকারীরা৷

সংবাদ সম্মেলনে ট্রাবেলসি আরো জানিয়েছেন, এ বছরের শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘের একটি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন দেশের ছয় হাজার অভিবাসনপ্রত্যাশীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে লিবিয়া৷

ত্রিপোলিতে ১৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ট্রান্স-মেডিটারিয়ান মাইগ্রেশন ফোরাম৷ লিবিয়া সরকার জানিয়েছে, আফ্রিকান ও ইউরোপীয় সরকারগুলোকে একত্রিত করে ‘‘অভিবাসনপ্রত্যাশীদের উৎস দেশগুলোতে উন্নয়ন প্রকল্প গ্রহণে নতুন কৌশল’’ নেয়া

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ গ্রহণে বেশ তৎপর রয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইটালি৷ তাদের এই প্রচেষ্টার মধ্যেই এমন বৈঠকের আয়োজন করা হচ্ছে৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com