শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

ইউকে কমনওয়েলথ ফেলোশিপ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর মিড-ক্যারিয়ার পেশাদারদের জন্য তিন মাস মেয়াদি থিম্যাটিক ফেলোশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ। কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়নে কাজ করতে হবে ফেলোদের। আবেদনের শেষ সময় এখনো নির্ধারিত করেনি।

এই ফেলোশিপের উদ্দেশ্য হলো পেশাদারদের নিজ নিজ সেক্টরে পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর সুযোগ প্রদান করা । এই প্রোগ্রামে আবেদনের জন্য বয়সের কোন বাঁধা নেই এবং আইইএলটিএসেরও প্রয়োজন নেই। যাদের পাসপোর্ট নেই, তারাও আবেদন করতে পারবেন।  তবে এক্ষেত্রে ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে।

সুযোগ-সুবিধাসমূহঃ
* প্রোগ্রাম চলাকালীন ২০৫৭ পাউন্ড (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৩ লক্ষ ৯ হাজার ৫৮৩ টাকা)  মাসিক ভাতা প্রদান করা হবে।
* প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহণ করবার জন্য ভ্রমণভাতা ভাতা প্রদান করা হবে।
* আবাসন ভাতার সুবিধা রয়েছে।
* রাউন্ড এয়ারটিকেটের সুবিধা প্রদান করা হবে।
* এছাড়া পোশাক ভাতা, স্ট্যান্ডার্ড ভিসা ফি প্রদানসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

উচ্চশিক্ষায় গন্তব্য হতে পারে স্পেন

* আবেদনকারীকে অবশ্যই একটি কমনওয়েলথ দেশের নাগরিক হতে হবে বা আবেদনকারীকে একটি কমনওয়েলথ দেশ দ্বারা শরণার্থী মর্যাদাপ্রাপ্ত হতে হবে।
* অন্তত ৫ বছরের ফুলটাইম/ পার্ট-টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* আবেদনের সময় আবেদনকারীকে অবশ্যই চাকরিরত অবস্থায় থাকতে হবে।
* স্নাতক ডিগ্রীধারী হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্রঃ
• আবেদনকারীর পাসপোর্ট/ছবিযুক্ত ন্যাশনাল আইডিকার্ড।
• আবেদনকারীর সিভি।
• একাডেমিক পেপারস।
• ফেলোশিপ আবেদন ফরম।
• পার্সোনাল স্টেটমেনট।
• রেফারেন্স লেটার তিনটি (তাদের মধ্যে একটি অবশ্যই প্রার্থীর বর্তমান নিয়োগকর্তা হতে হবে)।
• চারটি অংশে একটি উন্নয়ন ইমপ্যাক্ট স্টেটমেন্ট প্রদান করতে হবে।
• অন্যান্য পেপারস (যদি থাকে)।
• আবেদনকারীর সিভি ।

আবেদন প্রক্রিয়াঃ 
আনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com