1. [email protected] : চলো যাই : cholojaai.net
ইউএসএআইডি’র কার্যক্রম বন্ধ, বিশ্বজুড়ে সঙ্কটের আশঙ্কা
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

ইউএসএআইডি’র কার্যক্রম বন্ধ, বিশ্বজুড়ে সঙ্কটের আশঙ্কা

  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বজুড়ে ইউএসএআইডি এর জীবন রক্ষাকারী খাদ্য ও স্বাস্থ্য সহায়তা বন্ধ করে দেওয়ায় অজানা এক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে গোটা বিশ্ব।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউএসআইডির কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, প্রশাসন বলছে যে এটি জীবন রক্ষাকারী মানবিক সহায়তা এবং খাদ্য সহায়তার সাথে জড়িত সমস্ত প্রোগ্রামের জন্য মওকুফ জারি করেছে। কিন্তু মওকুফটি তাদের কাছে অর্থহীন। কেননা, স্থলভাগে বেশিরভাগ কাজ অংশীদারদের দ্বারা করা হয়। তারা নিজেদের থেকে ব্যয় করেন। পরবর্তীতে সেই অর্থ ফেরত পান। কিন্তু এই অর্থ প্রদান কার্যক্রমই বন্ধ।

আরেক কর্মকর্তা জানান, ইউক্রেন, বার্মা, সুদানসহ বিশ্বের বেশকিছু বিপজ্জনক জায়গায় ইউএসএআইডির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে মানবিক সাহায্যের প্রয়োজন অনেক। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ গ্রহণের ফলে বিপজ্জন্নক অঞ্চলগুলোর সাধারণ মানুষ আরও ক্ষতির সম্মুখীন হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বব্যাপী প্রায় ৪ বিলিয়ন মানুষের নিরাপদ পানি নেই। বিশেষ করে কঙ্গো,ইথিওপিয়া, ভারতসহ আরো অনেক দেশ এই সমস্যায় আক্রান্ত। সেসকল অঞ্চলগুলোতে ইউএসএআইডি নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করতো। যা এখন বন্ধ হয়ে গেছে। কেনিয়াতে ১০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ পানি সরবরাহ করার জন্য ২০০টি গভীর ভূগর্ভস্থ পানির পাম্প বসাতে ইউএসআইডি কাজ করেছিল। এই প্রোগ্রামটিও এখন ঝুঁকির মুখে রয়েছে।

ইউএসএআইডির প্রাক্তন কর্মকর্তা জেরেমি কোনিন্ডিক বলেছেন, সুদানে মার্কিন সাহায্যের অর্থায়নে খাদ্য রান্নাঘর ইতিমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে অনেক বাস্তুচ্যুত মানুষ এবং দুর্ভিক্ষ এবং অন্যান্য সংকটে আটকা পড়া অনেক লোক ক্ষতিগ্রস্ত হতে পারে

ইথিওপিয়া, সোমালিয়াতেও দুর্ভিক্ষ-পীড়িত অঞ্চলে ইউএসএআইডি জীবন রক্ষার উদ্যোগের ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তহবিল স্থগিত হওয়ার ফলে স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ জল এবং আশ্রয়ের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলিতে প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে।

ইউএসএআইডি মালি সহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ আফ্রিকান ২৪টি দেশে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ ও নির্মূল করার জন্য একটি কর্মসূচির নেতৃত্ব দিয়েছিল। সাহায্য সংস্থাটি তহবিল দেয় এবং ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ, টেস্ট-কিট এবং কীটনাশক-চিকিত্সা করা বাগ জাল সরবরাহ করে, যা জীবন বাঁচায় এবং মশার সংখ্যা কমাতে সাহায্য করে।

জীবন রক্ষাকারী সরবরাহগুলি সরবরাহ করার জন্য তার প্রকল্পগুলি এখন স্থগিত হয়ে পড়েছে। এই ২৪টি দেশের মানুষ এসকল প্রয়োজনীয় সেবা কীভাবে গ্রহণ করবে তা নিয়ে বেশ আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, আফগানিস্তানে নিরাপদ ঘর, মানসিক স্বাস্থ্য পরামর্শ, স্বাস্থ্যসেবা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রয়োজনে আফগানিস্তানের ১লাখ ৪৫হাজার দূর্বল মহিলাদের জন্য জীবন রক্ষার কর্মসূচি গ্রহণ করেছিল ইউএসআইডি।

ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ ভলান্টারি এজেন্সি এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তান তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে কারণ অর্থায়ন বিরতি শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা বিতরণ এবং নারীর ক্ষমতায়ন উদ্যোগকে ব্যাহত করে, দীর্ঘমেয়াদী পুনরুদ্ধার এবং স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে।

উল্লেখ্য, ১৯৬১ সালে কংগ্রেস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ইউএসএআইডি। জীবন রক্ষাকারী ওষুধ, খাদ্য, বিশুদ্ধ জল, কৃষকদের জন্য সহায়তা এনেছে, নারী ও মেয়েদের সুরক্ষিত রেখেছে, শান্তির প্রচার করেছে।

অক্সফাম আমেরিকার প্রেসিডেন্ট অ্যাবি ম্যাক্সম্যান এক বিবৃতিতে বলেছেন, ইউএসএআইডি বন্ধ করা দারিদ্র্য এবং মানবিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী, অপূরণীয় ক্ষতির কারণ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com