বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
Uncategorized

আয়ারল্যান্ডে আইন বিষয়ে উচ্চশিক্ষা, তিন লাখ ইউরো আয়ের সুযোগ

  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

অনন্য সুন্দর দেশ আয়ারল্যান্ড। ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত দেশটি উত্তর-পশ্চিম প্রান্তে। আয়ারল্যান্ড দ্বীপের বড় অংশজুড়ে আয়ারল্যান্ড রিপাবলিক দেশটি (দ্বীপের বাকি অংশের নাম নর্দান আয়ারল্যান্ড, যেটি ব্রিটেনের অংশ)। প্রায় ৪৬ লাখ জনসংখ্যার দেশটিতে ছোট পাহাড়, সবুজ সমতলভূমি, আছে সবই এখানে।

ইউরোপের একটি বড় অর্থনৈতিক শক্তিও দেশটি। বর্ণিল সংস্কৃতি, ঐতিহ্য, আধুনিক জীবনযাত্রা সবই আছে এখানে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও দেশটির প্রচুর সুনাম রয়েছে। বিশেষ করে আয়ারল্যান্ডে আইন বিষয়ে উচ্চশিক্ষা নেয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে ক্যারিয়ার গঠনের ভালো সুযোগ।

সরকারি ভাষা আইরিশ, ইংরেজি। বিদেশি শিক্ষার্থীদের সব সময়ই স্বাগত জানাতে প্রস্তুত দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আইন বিষয়ে ডিগ্রিধারী সবাইকে যে আইনজীবী বা আদালত পাড়ার কর্মকর্তা হতে হবে তেমন কোনো কথা নেই। এই বিষয়ে পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার রয়েছে বিশাল সুযোগ। আইনের শিক্ষার্থীরা বিশ্লেষণ, গবেষণা ও যুক্তির ওপর দক্ষ হয়ে থাকেন। যে কোনো সমস্যার সৃষ্টিশীল সমাধান খুঁজে পান তারা।

পশ্চিমা টিভির অনুষ্ঠানমালাসহ বলিউড মুভি দেখলে মনে হয় আইন শিক্ষা শুধুমাত্র অপরাধীদের বিচার কিংবা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ের জন্য; কিন্তু বাস্তবতা হচ্ছে অপরাধ আইন এই বিভাগের একটি শাখা মাত্র, বেশির ভাগ আইনই এর চেয়ে অনেক বেশি বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত।

বেশির ভাগ আইন কর্মকর্তা ও ব্যারিস্টাররা সম্পত্তি আইন, পারিবারিক আইন, কোম্পানি আইন, ব্যাঙ্কিং আইন, মেধাসম্পত্তি আইন, ট্যাক্স, শ্রম কিংবা বাণিজ্য আইন নিয়ে কাজ করেন। বর্তমান বিশ্বে আইন পেশার রয়েছে বিশাল ক্ষেত্র।

কোথায় পড়বেন?

আয়ারল্যান্ডে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যারা আইন বিষয়ে ডিগ্রি দিয়ে থাকে (গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন)। তাদের মধ্যে ট্রিনিটি কলেজ, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, গ্যালওয়ের ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড, ইউনিভার্সিটি কলেজ কর্ক, ময়নুথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিমেরিক উল্লেখযোগ্য।

বেসরকারি গ্রিফিত কলেজের আইন ডিগ্রিরও বেশ সুনাম রয়েছে। এর বাইরে ডাবলিন ইনস্টিটিউট অব টেকনোলজি, ওয়াটারফোর্ড ইনস্টিটিউট অব টেকনোলজি, লেটারকেনি ইনস্টিটিউট অব টেকনোলজি, ডাবলিন বিজনেস স্কুলসহ বেশ কিছু প্রতিষ্ঠান আইন বিষয়ে ডিগ্রি দিয়ে থাকে।

দেশটির তৃতীয় স্তরের কলেজগুলোতে আবার আইনের পাশাপাশি দ্বিতীয় একটি বিষয় বা ভাষার ওপর পড়াশোনারও সুযোগ রয়েছে। যেমন ইউনিভার্সিটি অব লিমেরিকের ল’ প্লাস ডিগ্রি এক্ষেত্রে খুব জনপ্রিয়। এখানকার শিক্ষার্থীদের আইনের পাশাপাশি মনোবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান কিংবা আইরিশ বা অন্যকোনো ইউরোপীয় ভাষাকে পাঠ্য হিসেবে বেছে নেয়ার সুযোগ রয়েছে।

আবার ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে ল’ অ্যান্ড বিজনেস ডিগ্রিতে শিক্ষার্থীদের আগ্রহ বেশি থাকলেও এখানে ল’ অ্যান্ড চাইনিজ স্টাডিজ, ল’ উইথ ফ্রেঞ্চ ল’, ল’ অ্যান্ড ফিলোসফি ইত্যাদি বিষয়েও পড়ার সুযোগ রয়েছে।

ডাবলিন সিটি ইউনিভার্সিটিতে আইন শিক্ষার ওপর অনেকগুলো উদ্ভাবনী ও আকর্ষণীয় কোর্স রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- ব্যাচেলর অব সিভিল ল’- যাতে শেখানো হয় কিভাবে আইনি প্রক্রিয়াগুলো কাজ করে এবং আইন কিভাবে সমাজ দ্বারা প্রভাবিত হয়।

সাংবিধানিক আইন, চুক্তি আইন, অপরাধ আইনের মতো মৌলিক বিষয়গুলো যুক্ত রয়েছে এই কোর্সে। এছাড়া এই প্রতিষ্ঠানে আইন, অর্থনীতি ও রাজনীতির ওপর সমন্বিত ডিগ্রি নেয়ার ব্যবস্থাও রয়েছে, যাতে একজন শিক্ষার্থী আইনের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি ও সরকার ব্যবস্থার ওপর জ্ঞান অর্জন করতে পারবে।

ক্যারিয়ার গড়ার সুযোগ:

আইন বিষয়ে উচ্চশিক্ষা নিলেই যে আইনজীবী হওয়া যায় তেমনটি নয়। এরপর আইনজীবী হতে গেলে তাদের অবতীর্ণ হতে হয় পরবর্তী পরীক্ষায়। কাজেই নতুনদের জন্য আইনজীবী হিসেবে কাজ শুরুর জন্য পার হতে হয় আরও একটি ধাপ।

তবে সেটি খুব কঠিন কোনো পদক্ষেপ নয়। তাছাড়া আয়ারল্যান্ডের আইন ডিগ্রি নিয়ে এইদেশে যেমন ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে তেমনি উন্নত বিশ্বের যে কোনো দেশে গ্রহণযোগ্য এসব ডিগ্রি। প্রাথমিক অবস্থায় আইনজীবী হিসেবে কাজ শুরু করা তরুণদের কিছুটা কঠিন সময় পার করতে হয়। তবে পরিচিতি ও সুনাম ছড়াতে শুরু করলে দ্রুত উপরে ওঠা যায়।

এখানে ওকালতি পেশার সঙ্গে জড়িত হতে হলে কি করতে হবে সেগুলোর বিস্তারিত তথ্য দ্যা ল’ সোসাইটি অব আয়ারল্যান্ডের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন খুব সহজে। (The law society of ireland)

আইন পেশার বাইরে অনেক প্রতিষ্ঠান আইন বিষয়ে ডিগ্রি নেয়া তরুণদের চাকরির সুযোগ দিয়ে থাকে তাদের দক্ষতা আর বুদ্ধিদ্বীপ্ততার কথা মাথায় রেখেই। তাদের বেশির ভাগই প্রতিষ্ঠানের আইন কর্মকর্তা হিসেবে কাজ শুরু করে।

আইন কর্মকর্তারা প্রতিষ্ঠানের যে কোনো আইনি জটিলতায় আদালতের মুখোমুখি হওয়ার আগে কাগজপত্র প্রস্তুত করাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন।

এছাড়া অনেকে অবশ্য ব্যাংকিং, ট্যাক্সসহ অন্যান্য সেক্টরেও চাকরি খুঁজে নেয়। আইন পেশায় ডিগ্রি নেয়াদের সরকারি চাকরি বা বেসরকারি কোম্পানিতে ভালো বেতনে চাকরি নিতেও দেখা যায়।

এছাড়া নাগরিক অধিকার, মানবাধিকার ইত্যদি বিষয় নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুযোগ রয়েছে এসব পেশার ডিগ্রিধারী তরুণদের।

উপার্জন কেমন?

আইন পেশায় উপার্জনের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। আইনজীবীরা যত খ্যাতি অর্জন করবে, তাদের ফি তত বাড়বে। তবে অন্যান্য দেশের মতো আয়ারর্যান্ডেও তরুণ অবস্থায় উপার্জনের হার কম থাকে। তবে পুরাতন হয়ে গেলে উপার্জনও বাড়ে।

আয়ারল্যান্ডের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট গ্রাডআয়ারল্যান্ডের (gradireland) তথ্য মতে, দেশটিতে অভিজ্ঞ ব্যারিস্টাররা বছরে ৫৫ হাজার থেকে শুরু করে ১ লাখ ১০ হাজার ইউরো পর্যন্ত আয় করতে পারে। তবে কোনো কোনো আইনজীবীর উপার্জন তিন লাখ ইউরো পর্যন্ত রয়েছে।

মাঝারি মানের কোম্পানিগুলোতে এক বা দুই বছরের অভিজ্ঞ আইন কর্মকর্তারা গড়ে ৪০ হাজার ইউরো উপার্জন করেন। ডাবলিন কিংবা আশপাশের এলাকাগুলোতে অবশ্য উপার্জনের হার কিছুটা কম। আর বড় প্রতিষ্ঠানের অভিজ্ঞ আইন কর্মকর্তা বছরে এক থেকে দেড় লাখ ইউরো পর্যন্ত উপাজর্ন করতে পারেন।

লেখক ও সাংবাদিক সৈয়দ আতিকুর রব

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com