বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

আলিপুর চিড়িয়াখানা

  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

শীতের ছুটিতে বেশিরভাগ মানুষই কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসে। আর তাদের তালিকাতে অবশ্যই থাকে আলিপুর চিড়িয়াখানার নাম। এটি শুধু বাচ্চাই নয়, বড়দের কাছেও প্রমোদ ভ্রমনের জন্য একটি প্রিয় জায়গা, যেখানে তারা নানারকম পশু পাখি দেখতে পারে। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, আলিপুর চিড়িয়াখানার পাশেই তৈরি হবে চারতলা ফুড কোর্ট (Foodcourt on Alipore Zoo) এবং যার সঙ্গে থাকবে একটি এসি রেস্তোরাঁ। যারা প্রতিবছর আলিপুর চিড়িয়াখানা ঘুরতে গিয়ে থাকেন, তাদের কাছে এটি একটি উপরি পাওনা হতে চলেছে। সাধারণ জনগণের সুবিধা ও চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানোর জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পুরো প্রোজেক্টটি সম্পূর্ণ করতে আনুমানিক খরচ হবে প্রায় নয় কোটি টাকা। কোথায় তৈরি হবে এই ফুডকোর্ট? আলিপুর চিড়িয়াখানার মূল প্রবেশদ্বারের ঠিক উল্টোদিকে যে অ্যাকোরিয়াম রয়েছে তার পাশেই তৈরি হতে চলেছে এই বিলাসবহুল ফুড কোর্ট (Foodcourt on Alipore Zoo)। সাথে আবার থাকছে এসি রেস্তোরাঁ। পুরনো ঐতিহ্যকে আধুনিকতার মিশ্রণে সাজানোই হলো পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম লক্ষ্য।

কি থাকবে এই ঝাঁ চকচকে ফুটকোর্টে? বিভিন্ন রকম সংস্থার কাউন্টার থাকবে সেখানে এবং বহু মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। ফুড কোর্টটি (Foodcourt on Alipore Zoo) নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভলপমেন্ট কর্পোরেশন’-কে। পশ্চিমবঙ্গ সরকার কলকাতার অন্যতম ঐতিহ্য আলিপুর চিড়িয়াখানা কে সুন্দরভাবে সাজানোর জন্য এই উদ্যোগ নিয়েছে। এমনকি আলিপুর চিড়িয়াখানার ভিতরে একটি হেরিটেজ ক্যাফে রয়েছে, তাকেও নতুনভাবে সংস্কার করা হচ্ছে।

চিড়িয়াখানা ঘুরে দেখতে দেখতে ক্লান্ত দর্শকরা এই ক্যাফেতে সময় কাটাতে পারবেন। আলিপুর চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘুরতে আসা দর্শকরা এই ক্যাফেতে একসাথে অনেকে বসে সময় কাটাতে পারেন না। তার প্রধান সমস্যা হলো জায়গার অভাব। সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিড়িয়াখানার পাশে এই ফুড কোর্ট (Foodcourt on Alipore Zoo) তৈরি করার।

শীতকালের সকালে পুরো পরিবারকে নিয়ে ঘুরে আসাই যেতে পারে আলিপুর চিড়িয়াখানায়, যা এখন দর্শকদের জন্য নতুনভাবে সেজে উঠেছে। আট থেকে আশি সকলেরই পছন্দ কলকাতার অন্যতম দর্শনীয় স্থান আলিপুর চিড়িয়াখানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com