বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

আয়ারল্যান্ডে প্রবাসীদের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন

  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩

আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে হয়ে গেল জাঁকজমকপূর্ণ বসন্ত উৎসব। রোববার (১২ মার্চ) রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত এ উৎসবে দেশীয় বাহারি খাবারের পাশাপাশি ছিল নানা আয়োজন। বাসন্তী সাজে পুরো আয়োজনটি ছিল আনন্দে ঠাসা।

ভৌগোলিক অবস্থান ও আবহাওয়াগত কারণে বসন্ত যেন একটু দেরিতেই আসে আয়ারল্যান্ডে। তবে বসন্ত আসতে খানিকটা দেরি হলেও, উৎসব আয়োজনে পিছিয়ে নেই দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

তবে এবারের বসন্ত উৎসবে বাংলাদেশি হরেক রকমের ভর্তার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করে দেয়াই ছিল মূল উদ্দেশ্য। রাজধানী ডাবলিনে বেঙ্গলি কালচারাল সোসাইটির আয়োজনে এ উৎসবে দেশীয় পঞ্চাশটিরও বেশি পদের ভর্তা নিয়ে হাজির হন বিভিন্ন কাউন্টির বাসিন্দারা।
 
কেবল দেশীয় খাবার নয়, দেশীয় গান, নারীদের বালিশ খেলা আর বাসন্তী পোশাকে খোঁপায় বসন্তের ফুল গুঁজে উৎসবে সামিল হন নারীরা। বাদ যাননি পুরুষরাও। বসন্তের সাজে নানা খোশগল্পে তারাও মাতিয়ে রাখেন পুরো অনুষ্ঠানটি। প্রবাসীরা বলেন, বসন্তকে কেন্দ্র করে এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আশা রাখি।
 
আয়োজকরা জানান, আগামী ঈদুল ফিতরের পর দেশীয় আরও বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হবে বেঙ্গলি কালচারাল সোসাইটি। 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com