উচ্চশিক্ষায় বাইরের দেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) সম্প্রতি স্কলারশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এডিবি-জাপান স্কলারশিপ প্রোগ্রাম (জেএসপি) প্রতি বছর ৩০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের মাধ্যমে বাইরের দেশে পড়ার সুযোগ করে দেয়।
এ স্কলারশিপ নিয়ে আমেরিকা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, হংকং, থাইল্যান্ড, ভারত, ফিলিপাইন কিংবা পাকিস্তানের যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে পড়ালেখা করার সুবর্ণ সুযোগ।
স্নাতকোত্তর ডিগ্রিপ্রত্যাশী যেকোনো একাডেমিক ফিল্ডে থাকা শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২ বছর মেয়াদি মাস্টার্স কোর্সে শিক্ষার্থীরা এই স্কলারশিপে যেসব সুবিধাপ্রাপ্ত হবেন, তা হচ্ছে-
১. সম্পূর্ণ বিনা বেতনে পড়ালেখার সুযোগ।
২. আবাসন ভাতা প্রাপ্তি
৩. শিক্ষাসামগ্রী ক্রয়ের জন্য এলাউন্স প্রাপ্তি
৪. হেলথ ইনস্যুরেন্সের সুবিধা
৫. ইকোনমি ক্লাসে ফ্রি এয়ারটিকেটের সুবিধা
৬. ভিসা ফি, এয়ারপোর্ট ট্যাক্স এবং লাগেজ সংক্রান্ত ক্ষেত্রে এলাউন্স
৭. রিসার্চ এলাউন্সসহ অন্যান্য সুবিধাও রয়েছে এই স্কলারশিপের আওতায়।
আবেদনকৃত শিক্ষার্থীদের জন্য রয়েছে কিছু শর্ত:
১. অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে
২. স্নাতক পরবর্তী দুই বছরের ফুল টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে
৩. সুস্বাস্থ্যের অধিকারী এবং বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে
৪. পড়ালেখা শেষে অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে
আবেদন করতে যেসব কাগজপত্রের প্রয়োজন:
১. পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং প্রার্থীর ছবি।
২. একাডেমিক পেপারস
৩. বার্ষিক ইনকাম ট্যাক্স সার্টিফিকেট
৪. ওয়ার্ক এক্সপেরিএন্স লেটার
৫. দুটি রেফারেন্স লেটার
৬. সিভি
৭. রিসার্চ প্রপোজাল (যদি থাকে)
বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করতে পারেন:
https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program