শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

আমেরিকা’র স্টুডেন্টস ভিসা

  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪
Multi-ethnic group of Latin American college students smiling at the university campus and looking at the camera - education concepts
DS160 form fill up with no Errors! ভিসা অফিসার কে আপনার DS160 অনুযায়ী প্রশ্নের উত্তর দেয়া। এই দুইটা জিনিস আপনি ভালোভাবে করতে পারলে, একটি ভালো ইউনিভার্সিটি নিয়ে দাঁড়াতে পারলে, আপনি USA F1 Students ভিসা পাবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ( from the experience of dealing with 2000+ Students)
যেমন সিয়াম! আজকে সে তার পাসপোর্ট কালেক্ট করেছে VFS Global Sylhet থেকে। US Embassy in Dhaka তে তার ইন্টারভিউ ছিল ২৭ অক্টোবর, ভিসা ইস্যুড হয় ২৮ শে অক্টোবর। সিয়ামের প্রথম রিজেকশন ছিল এপ্রিল ২০২৪ শে। আমাদেরকে তার Academic Profile শেয়ার করে File Process করার জন্যে দেয় মে ২০২৪।
তার Second Attempt ডেট মেনেজ করা থেকে শুরু করে 65% Scholarship মেনেজ করে অতি সতর্কতার সহিত তার প্রোফাইল এম্বাসি ফেইস করার জন্যে রেডি করে আমাদের #DreamTeam.
আপনাকে শ্রম দিতে হবে অজুহাত এর বদলে। আপনি বলছেন আপনি ডেট পাচ্ছেন না। আপনি Scholarship পাচ্ছেন না। আপনি রেশিও খুজেন! ভাই শুনেন! নাহ আপনি বাদ দেন আপনি তো শুনবেন ও না।
নিজের মনের শান্তি দেওয়ার জন্যে কল্পনা করা থেকে বেরিয়ে আসেন। আপনি না বের হলে আলো পাবেন না। আলোর খুজে বের হোন। আলো আপনাকে খুজে নিবে।
আর আমাদের? খুজতে হবে না! WhatsApp এ একটা নক দেন! সিয়াম এর জার্নি শুরু হয়েছিলো From just a WhatsApp knock to this number 01605-916175

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com