ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম-২০১৪ শিরোনামে আমেরিকান সেন্টার বাংলাদেশী শিক্ষার্থীদের এই স্কলারশীপ প্রদান করবে। পিএইচডি ডিগ্রি সম্পন্ন বা সমমানের শিক্ষাগত যোগ্যদের পাশাপাশি ফ্যাকাল্টি মেম্বারগণও এই স্কলারশীপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষকতায় কয়েক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। যাদের বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। আবেদনকারীদের ইংরেজীতে দক্ষ হতে হবে।
সামাজিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, মানবিক ও কলা বিভাগে গবেষণার জন্য বৃত্তি দেওয়া হবে। এই স্কলারশীপের আওতায় বিমান ভাড়া, টিউশন ফি বহন করবে আয়োজক সংস্থা। দেবে মাসিক ভাতা।
প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে এই লিংক দেখুন: www.apply.embark.com
student/fulbright/scholars থেকে আবেদনপত্র ডাউনলোড করে আবেদন করতে হবে। লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, রেফারেন্স লেটার।
আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর।
আবেদনের ঠিকানা: বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবসাইটে www.dhaka.usembassy.gov