শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

আমিরাতে সাপ্তাহিক বিগ টিকিট জিতলেন দুই বাংলাদেশি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জনপ্রিয় ‘বিগ টিকিট’ লটারিতে ভাগ্যবান হিসেবে নির্বাচিত হয়েছেন দুইজন বাংলাদেশি নাগরিক। তারা হলেন— একজন আমিরাত প্রবাসী আবু মনসুর আলী আহমেদ (৫২) অন্য জন কাতার প্রবাসী রহমত উল্লাহ (৩০)।

চলতি সপ্তাহের এ আয়োজনে তারা প্রত্যেকে ১ লাখ ৫০ হাজার দিরহাম করে পুরস্কার পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ৫৮ হাজার টাকা।

এই দুইজনের একজন আবু মনসুর আলী আহমেদ।তিনি আমিরাতের ফুজাইরাহ শহরে থাকেন। তার একটি গাড়ির ওয়ার্কশপ রয়েছে। ১৯৯২ সালে তিনি প্রথমবারের মতো দুবাই পাড়ি জমান ও সেই বছরই ‘বিগ টিকিট’ লটারির সূচনা হয়। বন্ধুদের মাধ্যমে লটারির কথা জানতে পেরে তিনি তখন থেকেই প্রতি মাসে ২০ জনের একটি দলের সঙ্গে টিকিট কিনে আসছেন।

পুরস্কার জেতার খবর পেয়ে আবু মনসুর আনন্দে অভিভূত হয়ে পড়েন। এখনও ঠিক করেননি কীভাবে তিনি এই টাকার ব্যবহার করবেন। তবে, ভবিষ্যতে আবারও লটারিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তার মতে, এই সুযোগ নেওয়া উচিত, কারণ যে কেউ বিজয়ী হতে পারে।

অন্য বিজয়ী হলেন কাতার প্রবাসী রহমত উল্লাহ। তিনি সেখানে সুপারভাইজার পদে কাজ করছেন। ৬ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিগ টিকিট’ সম্পর্কে জানতে পেরে তিনি ৫ জন বন্ধুর সঙ্গে মিলে টিকিট কেনা শুরু করেন। বিজয়ের খবর পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে যান। রহমত উল্লাহ জানান, পুরস্কারের অর্থ দিয়ে নিজের একটি ব্যবসা শুরু করতে চান তিনি।

প্রতি বৃহস্পতিবার ‘বিগ টিকিট’ সাপ্তাহিক ‘ড্র’ অনুষ্ঠিত হয়। এতে ৫ জন ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com