শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

আমিরাতে রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য সুখবর

  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীদের জন্য দুই মাসের ‘গ্রেস পিরিয়ড’ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। যেসব প্রবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো জরিমানা ছাড়াই এই সময়ের মধ্যে নিজেদের ভিসা নিয়মিত করতে পারবেন— অথবা আমিরাত ছেড়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন।

আগামী ১ সেপ্টেম্বর থেকে এই ‘গ্রেস পিরিয়ড’ শুরু হবে। যা পরবর্তী দুই মাস পর্যন্ত থাকবে।

এ ব্যাপারে দেশটির ‘পরিচয়, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর সার্ভিস নির্বাহী কর্তৃপক্ষ’ (আইসিপি) এক বিবৃতিতে বলেছে, আইন অনুযায়ী রেসিডেন্সি আইন ভঙ্গকারীদের নতুন সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহানুভূতি এবং সহনশীলতার উপর যে আমিরাত নির্মিত এটি তারই প্রতিচ্ছবি। কীভাবে প্রক্রিয়া কাজ করবে সেটি পরবর্তীতে জানানো হবেল জানিয়েছে আইসিপি।

রেসিডেন্স ভিসা আইন

আমিরাতে রেসিডেন্সি ভিসার মেয়াদ বিভিন্ন রকম হয়। একটি স্পন্সর ভিসার মেয়াদ ১,২ থেকে ৩ বছর পর্যন্ত হতে পারে। অপরদিকে স্ব-স্পন্সর ভিসার মেয়াদ হতে পারে ৫ থেকে ১০ বছর।

যারা ভিসার নির্দিষ্ট সময়ের মধ্যে আমিরাত ছাড়েন না বা ভিসার মেয়াদ শেষ হয়ে যায়— তখন ভিসা নবায়ন করতে তাদের জরিমানা গুণতে হয়।

২০২৩ সালে জরিমানার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়। অধিবাসী, পর্যটক এবং ভ্রমণ ভিসাধারী ভিসার মেয়াদ সময় শেষ হওয়ার পর যদি বেশি সময় অবস্থান করেন— তাহলে তাদের প্রতিদিনের জন্য ৫০ দিরহাম করে জরিমানা গুণতে হয়। আগে এটি ১০০ দিরহাম ছিল।

যেসব প্রবাসীর রেসিডেন্স ভিসার মেয়াদ শেষ হয়ে যায় অথবা বাতিল হয়ে যায় তাদের ভিসা নবায়ন করতে ছয় মাসেরও বেশি সময় দেওয়া হয়।

সূত্র: খালিজ টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com